বাংলা হান্ট ডেস্ক: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা কলকাতা টেস্ট দ্বিতীয় রোমাঞ্চকর হয়ে উঠেছে। শুধু তাই নয়, ম্যাচ কি তৃতীয় দিনেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি অনুযায়ী এই ম্যাচে টিম ইন্ডিয়া এগিয়ে রয়েছে বলে অনুমান করা হলেও ভারতীয় দল বড়সড় ঝটকা পেয়েছে। মূলত, টেস্ট ম্যাচের মাঝপথে হঠাৎ করেই ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে (Shubman Gill) হাসপাতালে ভর্তি করা হয়। ম্যাচের দ্বিতীয় দিনে গিল ঘাড়ে ব্যথা অনুভব করেন। যার ফলে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে চলে যান। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়ে, বর্তমানে তাঁকে কলকাতার (Kolkata) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার কারণে এই টেস্টের দ্বিতীয় ইনিংসে আদৌ খেলবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে সংশয়।
হাসপাতালে ভর্তি শুভমান গিল (Shubman Gill):
শট মারার পরপরই তিনি ব্যথা অনুভব করেন: ইডেনে খেলা প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে গিল চোটের সম্মুখীন হন। শনিবার টিম ইন্ডিয়া তাদের প্রথম ইনিংসের জন্য মাঠে নেমেছিল। ওই সেশনে ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পর অধিনায়ক গিল ব্যাট করতে আসেন। ২ টি বল মোকাবিলা করেই, গিল তৃতীয় বলে সুইপ শট খেলেন এবং একটি চার মারেন। কিন্তু যখনই তিনি ওই শটটি মারেন তখন তিনি ঘাড়ে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং তৎক্ষণাৎ তাঁর হেলমেট খুলে ফেলেন। দলের ফিজিও তাঁকে পরীক্ষা করার পর গিল মাঠ থেকে বেরিয়ে যান।

গিল কলকাতার হাসপাতালে ভর্তি: শুভমন গিল এর পরে পুরো ইনিংস ব্যাট করতে নামেননি এবং ড্রেসিংরুমেই ছিলেন। কিন্তু এখন এমন খবর এসেছে যা টিম ইন্ডিয়ার সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। রেভস্পোর্টসের একটি রিপোর্টে বলা হয়েছে যে শুভমান গিলের অবস্থা বিবেচনা করে তাঁকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে তিনি সারা রাত থাকবেন। রিপোর্টে আরও বলা হয়েছে যে গিলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাঁকে ওষুধও দেওয়া হয়েছে। তবে, ভারতীয় অধিনায়ক কতদিন হাসপাতালে থাকবেন বা তার কোনও ধরণের চিকিৎসার প্রয়োজন হবে কিনা তা পরের দিনই জানা যাবে।
আরও পড়ুন: টাটা গ্রুপের এই কোম্পানি করল বাজিমাত! হল ৭৬,২৪৮ কোটির মুনাফা, বিনিয়োগকারীদের নজরে শেয়ার
তবে, ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও এই বিষয়ে কোনও অফিসিয়াল তথ্য দেয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, যদি টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে গিলের প্রয়োজন হয়, তাহলে হয়তো তাঁর পক্ষে খেলা কঠিন হতে পারে। মুশকিল হল, যদি চোট আরও গুরুতর হয়, তাহলে ভারতীয় অধিনায়কের জন্য গুয়াহাটিতে আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে খেলাও কঠিন হতে পারে।
আরও পড়ুন: IPL ২০২৬-এর নিলামের আগে কোন কোন খেলোয়াড়কে ছেড়ে দিল ১০ টি ফ্র্যাঞ্চাইজি! রইল তালিকা
এদিকে, দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর, দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক নিশ্চিত করেছেন যে, গিল ব্যাট করার আগেই চোট পেয়েছিলেন। কোটাক প্রকাশ করেছেন যে, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তারকা ব্যাটার তাঁর ঘাড়ের পিছনে ব্যথা অনুভব করছিলেন। তা সত্ত্বেও, তিনি ব্যাট করতে যান এবং শট মারতে গিয়ে ব্যথা আরও বেড়ে যায়। যার ফলে তিনি আর ব্যাট করতে পারেননি।












