যানজটেই কাবার অর্ধেক সময়, ট্রাফিক নিয়ন্ত্রণে শহর জুড়ে একগুচ্ছ নতুন রাস্তার অনুমোদন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : যত দিন যাচ্ছে ততই কলকাতার (Kolkata) রাস্তায় বাড়ছে যানবাহন। ব্যক্তিগত চারচাকা, দু চাকা থেকে শুরু করে সরকারি বেসরকারি বাস, অটো, টোটোর দাপটে নাজেহাল অবস্থা পথচলতি মানুষের। মূলত যানবাহনের চাপ, বাড়তে থাকা জনঘনত্ব এবং শহরের (Kolkata) পুরনো রাস্তার সীমাবদ্ধতা, এই তিনের জেরেই কলকাতার ট্রাফিক পরিস্থিতি ক্রমে খারাপের দিকে যাচ্ছে। এবার তাই শহরে নতুন রাস্তা তৈরির প্রকল্পে শিলমোহর দিল কলকাতা পুরসভা।

শহরে (Kolkata) একাধিক নতুন রাস্তা নির্মাণে অনুমোদন

শহরের ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন প্রান্তে নতুন রাস্তা নির্মাণ হতে চলেছে। মেয়র পারিষদদের সাম্প্রতিক বৈঠকে অনুমোদন পেয়েছে এই পরিকল্পনা। প্রাথমিক অনুমোদনের কাজ এবং নকশা তৈরির কাজ শেষ হয়েছে। এবারে ধাপে ধাপে নির্মাণ শুরু করতে চলেছে পুরসভা।

New roads proposal gets green signal from Kolkata municipal corporation

চায়না টাউনে নতুন রাস্তা: জানা যাচ্ছে, যে প্রস্তাবগুলি জমা পড়েছে তার মধ্যে অন্যতম ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের ধারে চায়না টাউনের ভেতরে একটি নতুন রাস্তার পরিকল্পনা। প্রায় ৮০ ফুট চওড়া হতে চলেছে রাস্তাটি। এই এলাকায় যেভাবে আবাসন প্রকল্প দ্রুত বিস্তৃত হচ্ছে, আগামীতে জনসমাগম আরদেন বাড়বে এই এলাকায়। তাই সেকথা মাথায় রেখেই এই নতুন রাস্তা তৈরির পরিকল্পনা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করছে পুরসভা। চায়না টাউনের ঐতিহ্যবাহী গেট যাতে অটুট থাকে সেকথা মাথায় রেখেই করা হয়েছে এই নতুন রাস্তার নকশা।

আরও পড়ুন : ‘আমি খুব খারাপ মানুষ’, শট দিতে রাজি নন নায়িকা, জিতু-দিতিপ্রিয়ার দ্বন্দ্বে শেষের মুখে সিরিয়াল?

যানজট কমার সম্ভাবনা শহরে: দক্ষিণ কলকাতার পণ্ডিতিয়া রোডের একটি বাইলেনও ৩০ ফুট চওড়া করার অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। একটি নতুন রাস্তা তৈরি হবে যা মিলনমেলা প্রাঙ্গনের পশ্চিম দিক থেকে সায়েন্স সিটি হয়ে পার্ক সার্কাস কানেক্টরে যুক্ত হবে। এটিও একটি ৩০ ফুটের রাস্তা হতে চলেছে যা আগামীতে শহরে একটি ছোট রিং রোডের ভূমিকা নিতে পারে বলে মনে করছে পুরসভা (Kolkata Municipal Corporation)।

আরও পড়ুন : ‘সবাই ভালো থাকুন, মোয়া খান’, শীতে ঘানি থেকে পেষাই করা সর্ষের তেল মাখার পরামর্শ রচনার

১০৯ নম্বর ওয়ার্ডের চকগড়িয়া এলাকায় একটি বেসরকারি হাসপাতাল থেকে একটি বহুতল আবাসিক কমপ্লেক্স পর্যন্ত নতুন রাস্তা তৈরি হবে, যা প্রায় আধ কিমি লম্বা ও ২০ ফুট চওড়া। পাশাপাশি জীবনান্দ সেতুর নীচ দিয়ে সেলিমপুর রোডের সঙ্গে যুক্ত করার জন্য আরও একটি ৩০ ফুট চওড়া রাস্তার কাজও শুরু হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে উত্তর কলকাতায় বেলেঘাটা অঞ্চলে ক্যানাল সাউথ রোডকে চিংড়িঘাটা থেকে শিয়ালদহ পর্যন্ত ৫০ ফুট চওড়া করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাইপাস সংলগ্ন কসবার নোনাডাঙায় খালপাড় বরাবর সরু রাস্তাটিও ৮০ ফুট চওড়া হতে চলেছে।