বাংলাহান্ট ডেস্ক : নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে রাজনীতির ময়দানে। এই আবহে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে উঠে আসছে বড় খবর। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এপ্রিল মাসের শেষের দিকে প্রকাশিত হতে পারে এই বছরের মাধ্যমিকের ফল। বিভিন্ন সূত্র দাবি করেছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে ২০ এপ্রিল।
পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, wbresults.nic.in – এই ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন রেজাল্ট। লোকসভা নির্বাচনের জন্য এবছর বেশ কিছুটা এগিয়ে আনা হয় মাধ্যমিক পরীক্ষা। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি থেকে। মাধ্যমিক পরীক্ষা চলেছে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরোও পড়ুন : সপ্তাহন্তে বাড়বে দুর্ভোগ! শিয়ালদা-কৃষ্ণনগর রুটে চলবে না বহু লোকাল, ভোগান্তি এড়াতে দেখুন লিস্ট
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে ন্যূনতম ৩৪ শতাংশ নম্বর পেতেই হবে পরীক্ষার্থীকে। ফল প্রকাশিত হওয়ার পর পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে পাবেন wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in থেকে। ওয়েবসাইটে লগ-ইন ক্রেডেনসিয়ালে রোল নম্বর, ডেট অব বার্থ প্রদান করতে হবে। তারপর পরীক্ষার্থীরা দেখতে পাবেন নিজেদের রেজাল্ট।
এছাড়াও পিডিএফ আকারে নামানো যাবে মাধ্যমিকের মার্কশিট। ২০২৩ সালের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয় ১৯ মে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ৯০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে রেজাল্ট। অতীতে কয়েকবার ৭৫ দিনের মাথাতে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। শিক্ষাবিদদের একাংশ তাই মনে করছেন, ২০২৪ সালের মাধ্যমিকের রেজাল্টও তেমন প্রকাশিত হবে।