বাংলা হান্ট ডেস্ক : চলতি মরশুমে বেশ বড়সড় দর পেয়েছে মিচেল স্টার্ক বা প্যাট কামিন্স। তবে সেই দর দেখে যদি কোনও ক্রিকেটার ভাবেন যে, ভবিষ্যতেও IPL-র নিলামে এই টাকা পাবেন তাহলে তা একদমই নয়। আইপিএল-র নিলাম নীতিতে বেশ বড়সড় পরিবর্তন আনতে চলেছে BCCI। বোর্ড কর্তাদের দাবি, আইপিএল-র নিলামে এই বেলাগাম অর্থব্যায় কোনো দিক দিয়েই উচিত নয়।
প্রসঙ্গত উল্লেখ্য, IPL ২০২৪ এর নিলামিতে রেকর্ডহারে দর উঠেছে ক্রিকেটারদের। একদিকে মিচেল স্টার্ককে দলে নেওয়ার জন্য মোট ২৪.৭৫ কোটি টাকা খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। যেখানে সানরাইজার্স কামিন্সকে কিনেছে ২০.৫০ কোটি টাকায়। আইপিএল-র ছোট নিলামে এত টাকা উঠল কীভাবে সেই ভেবেই অস্থির ম্যানেজমেন্ট। এইসব নানা কারণেই আইপিএল-র নিলাম নিয়ে একাধিক বদল আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এখানে বলে রাখা ভালো, আইপিএল-র প্রধান নিলাম থেকে দূরে ছিলেন স্টার্ক, কামিন্সরা। ছোট নিলামেই তাদের জন্য এই দর হাঁকিয়েছিল দলগুলি। তবে ভবিষ্যতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য বেশকিছু বাধ্যবাধকতা লাগাতে পারে BCCI। কারণ অনেকেই মনে করছেন, নিলামের নিয়মে নিশ্চয় কোথাও ভুল আছে। কী সেই ফাঁক ফোঁকর? চলুন একটু আলোচনা করে দেখে নিই।
আরও পড়ুন : SBI থেকে ৪০ লাখের হোম লোন! ১০ বছর ধরে কত টাকা EMI গুণতে হবে দেখুন
আসলে অনেকেই কী করেন বড় নিলামে না গিয়ে ছোট নিলামে ভিড় জমান। কারণ বড় নিলামে বড় তারকারা ভিড় জমান। ছোট নিলামে বড় নামের ভিড় কমই থাকে। সেক্ষেত্রে বড় নিলামে প্রতিযোগিতা অনেক বেশি থাকে। ছোট নিলামে সেই চিন্তা থাকেনা। বেশিরভাগ দল এই ছোট নিলামে আসেন দলের প্রয়োজনীয় খামতি পূরণ করার জন্য। সেক্ষেত্রে ছোট নামের ভিড়ে দু একটা বড় তারকাকে সকলেই কিনতে মরিয়া হয়ে ওঠে। স্বাভাবিকভাবেই দর ওঠে আকাশছোঁয়া।
আরও পড়ুন : বাংলায় আসন বাড়বে BJP-র, তৃণমূল পাবে কতগুলি? C Voter সমীক্ষায় বড় চমক
এটা যে কোনও নিয়ম বিরুদ্ধ কাজ তাও নয় আবার দুর্দান্ত বাণিজ্যিক রণনীতিও বটে। যদিও এতদিন এই বিষয়টা ধরতে পারেনি BCCI-র ইন্টেলিজেন্স দফতর। আর সেই কারণেই এবার থেকে নয়া নিয়ম আনতে চাইছে ভারতীয় বোর্ড। নয়া নিয়ম লাগু হলে সম্ভবত বড় ক্রিকেটাররা আর ছোট নিলামে অংশ নিতে পারবেননা। পাশাপাশি একটা সর্বচ্চো দর বেঁধে দেওয়ার কথাও ভাবনাচিন্তা করা হচ্ছে বলে খবর।