বাংলা হান্ট ডেস্কঃ এই বাড়ছে তো এই কমছে। বিয়ের মরসুম পড়তেই সোনার-রুপো দুই ধাতুর দামে উত্থান পতন। বৃহস্পতিবার এক ধাক্কায় দাম বেড়েছিল সোনার। এবার উল্টো হল। শুক্রবার ধপ করে পড়ল সোনার দাম। মধ্যবিত্তের জন্য চিন্তা কমল। একদিনেই সোনার দামে (Gold Price) অনেকটা বদল। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ কত রেট হল হলুদ ধাতুর? এক নজরে দেখে নিন।
বিয়ের মরসুমে দাম কমল সোনার। আজ শুক্রবার ২১ নভেম্বর কলকাতায় সোনার দাম কত হল? ২২, ২৪ ক্যারাট সোনা কিনতে কত দাম পড়বে? জেনে নিন। যেহেতু আজ দাম কিছুটা কমেছে তাই সোনা-রুপো কেনার পরিকল্পনা থাকলে, আর সময় নষ্ট না করে এদিন কিনে নিতেই পারেন।
শুক্রে সস্তা সোনা | Gold Price
বৃহস্পতিবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ১১৮০৫ টাকা। এদিন ১০০ টাকা কমে দাম গিয়ে দাঁড়াল ১১৭০৫ টাকায়। একইভাবে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দামও এদিন কমেছে। হয়েছে ১১৭০৫০ টাকা। গতকালের তুলনায় এদিন প্রতি ১০ গ্রামের দাম ১০০০ টাকা কমেছে। ১০০ গ্রাম সোনার ক্ষেত্রে দাম আরও কমেছে।
২৪ ক্যারাট সোনার দাম এদিন কমেছে। ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২৩১৫ টাকা। প্রতি গ্রামে ১০৫ টাকা করে দাম কমেছে। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২৩১৫০ টাকা। একদিনে প্রতি ১০ গ্রামে ১০৫০ টাকা দাম কমেছে। কলকাতায় খুচরো পাকা সোনার ক্ষেত্রে দাম একদিনে অনেকটাই পড়ল।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। বর্তমানে সোনার বাজার উঠছে আর নামছে।
চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে লাফিয়ে বেড়েছে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। তবে সবটাই অনুমান। যদিও এই মুহূর্তে সোনার দাম এক লাখের নিচে যাবে না বলেই মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: শীতের শুরুতে বাজার আগুন, একলাফে ৫০ শতাংশ দাম বাড়ল টমেটোর! মাথায় হাত মধ্যবিত্তের
রুপোর দাম:
সোনার দাম যেমন কমেছে, তেমনই রুপোর দামও কমেছে। শুক্রে সস্তা হল রুপোলি ধাতু। এদিন ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৫৫৬৫ টাকা। এদিন ১ কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ১৫৫৬৫০ টাকা। প্রতি কেজিতে ১২৫০ টাকা করে দাম কমেছে। হঠাৎ দুই ধাতুর দাম কমায় চিন্তায় পড়ে গিয়েছেন বিনিয়োগকারীরা।












