বাংলা হান্ট ডেস্কঃ বহু টালবাহানার পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। তবে তাতেও বিতর্কের শেষ নেই। একাদশ-দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের পরীক্ষার পর ফলাফল সামনে এসেছে কিছুদিন আগে। স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) নতুন নিয়োগের প্যানেলের ইন্টারভিউ তালিকাও প্রকাশ করেছে। নয়া তালিকা নিয়ে জট তৈরি হয়েছে নতুন করে। আদালতে চলছে মামলা। এরই মধ্যে জানা যাচ্ছে, শিক্ষক নিয়োগে চাকরি পাওয়ার জন্য ভুল তথ্যপ্রদান করেছেন বেশ কিছুজন।
ভুল করা প্রার্থীদের নিয়ে বড় সিদ্ধান্তের পথে এসএসসি | School Service Commission
স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের তথ্য খতিয়ে দেখার সময় বেশ কিছুজন আবেদনকারী ভুল তথ্য দিয়েছে। আবেদনকারীদের দেওয়া তথ্য ভেরিফিকেশনের সময়ই সেই ভুল ধরে ফেলেছে এসএসসি। কমিশন সূত্রের জানানো হয়েছে, প্রায় ২৫ থেকে ২৬ জন প্রার্থী এখনও পর্যন্ত ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন।
জানা যাচ্ছে, শিক্ষকতার অভিজ্ঞতা সংক্রান্ত তথ্যই ভুল দেওয়া প্রদান করা হয়েছে। ভেরিফিকেশনের সময় ধরা পড়েছে সেই ভুল। এবার এই প্রার্থীদের নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। তাদের প্রার্থী পদ বাতিল করা হবে নাকি প্রয়োজনে নম্বর কমিয়ে দেওয়া হবে, এই বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে এসএসসি।

সূত্রের খবর, আপাতত এইসব প্রার্থীদের চিহ্নিত করে রাখা হয়েছে। এখনও তাদের নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি স্কুল সার্ভিস কমিশন। তবে খুব শীঘ্রই বড় কোনও সিদ্ধান্তের পথে হাঁটতে পারে এসএসসি।
আরও পড়ুন: এখনও মেলেনি বকেয়া DA, এরই মধ্যে রাজ্য সরকারি কর্মীদের জন্য ফের খারাপ খবর?
উল্লেখ্য কিছুদিন আগে এসএসসি নিয়োগ সংক্রান্ত এক মামলায় আদালতে স্কুল সার্ভিস কমিশন তরফে আদালতে জানানো হয়েছিল, যদি কোনও আংশিক সময়ের শিক্ষক ফর্ম ফিল আপের সময় ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে তাঁর প্রার্থীপদ বাতিল করা হবে।












