বাংলাহান্ট ডেস্ক : চিংড়িঘাটা মেট্রো নিয়ে জট কেটেও যেন কাটতে চাইছে না। এই অংশে কাজ আটকে থাকায় মেট্রোর (Kolkata Metro) সম্প্রসারণ থমকে রয়েছে দীর্ঘদিন ধরে। নভেম্বর মাসে কাজ শুরু করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশে এখনও আটকে রয়েছে কাজ। এর জন্য রাজ্য সরকারের বিরুদ্ধেই অসহযোগিতার অভিযোগ এনেছে রেল বিকাশ নিগম লিমিটেড। এই মর্মে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে নির্মাণকারী সংস্থা।
চিংড়িঘাটা অংশে এখনও আটকে মেট্রোর (Kolkata Metro) কাজ
নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে পড়ছে চিংড়িঘাটার এই অংশটি, যেখানে এখনও আটকে রয়েছে কাজ। উল্লেখ্য এই রুটটি চালু হয়ে গেলেও এখন নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত যাওয়া যায়। তবে বিমানবন্দর পর্যন্ত পরিষেবা চালু হয়নি এখনও। সম্পূর্ণ প্রকল্পের কাজই শেষ, শুধু মাঝে থমকে রয়েছে ৩৬৬ মিটার অংশের কাজ।

মেলেনি কাজের জন্য ছাড়পত্র: গত ফেব্রুয়ারি মাস থেকেই আটকে রয়েছে কাজ। এ নিয়ে আগেই আইনি জল গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশে সব পক্ষ একটি বৈঠক আলোচনাতেও বসেছিল। সেখানেই ঠিক হয়েছিল নভেম্বর থেকে শুরু হবে কাজ (Kolkata Metro)। কিন্তু কার্যক্ষেত্রে তেমনটা হয়নি। পুলিশের তরফে ছাড়পত্র না মেলায় কাজ শুরু করা যায়নি বলে অভিযোগ। এরপরেই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয় নির্মাণকারী সংস্থা আরভিএনএল।
আরও পড়ুন : আম-কুল তো অনেক হল, এবার শীতে বাড়িতে বানান পালং শাকের আচার, মুখে লেগে থাকবে স্বাদ
কী অভিযোগ সংস্থার: সংস্থার বক্তব্য, আদালতের নির্দেশেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বসেছিল বৈঠকে। ওই বৈঠকে সরকার এবং পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, নভেম্বর মাসের কোনও এক শনিবার এবং রবিবার রাস্তা ব্লক করে করা হবে কাজ। কিন্তু আশ্বাস বাণী বৃথাই গিয়েছে। এখনও রাস্তা বন্ধের অনুমতি না মেলায় কাজ আটকে রয়েছে।
আরও পড়ুন : শীতের শুরুতে বাজার আগুন, একলাফে ৫০ শতাংশ দাম বাড়ল টমেটোর! মাথায় হাত মধ্যবিত্তের
নির্মাণকারী সংস্থার তরফে অভিযোগ করা হয়েছে, কখনও ইডেনে টেস্ট, কখনও ম্যারাথনের কথা বলে রাজ্য সরকার অসহযোগিতা করছে। এবার কাজ শুরুর জন্য আদালতের হস্তক্ষেপ দাবি করেছে আরভিএনএল। এ বিষয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, নির্মাণকারী সংস্থা এ বিষয়ে আদালতের কাছে লিখিত বক্তব্য জানাক। এরপর সেই মতো পরবর্তী পদক্ষেপ করবে আদালত।












