নিয়োগ দুর্নীতিতে জড়িত রাজ্যের আরও দুই মন্ত্রী! রাখঢাক না রেখে নাম বলে দিলেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই বাংলার একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে। লোকসভা নির্বাচনের মুখে ফের রাজ্যের দুই মন্ত্রীর নাম জড়াল! সম্প্রতি জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (GTA Teacher Recruitment Scam) সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এদিন দিল্লি যাওয়ার পথে এই নিয়ে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপি নেতার কথায়, রাজ্যের দুই মন্ত্রী এই দুর্নীতির সঙ্গে জড়িত। তাঁদের নামও ফাঁস করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে একজন সরকারি আধিকারিক হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি দিয়েছেন। এর ভিত্তিতেই সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৫ এপ্রিল রিপোর্ট জমা করবে কেন্দ্রীয় এজেন্সি। একইদিনে জিটিএ-কেও (GTA) একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

যাঁদের বিরুদ্ধে বেআইনি চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে তাঁদের যোগ্যতা কী? কীভাবে চাকরি পেয়েছেন? কার সুপারিশে পেয়েছেন? সবকিছু হলফনামার আকারে রিপোর্ট করে জমা দিতে হবে জিটিএ-কে। হাই কোর্টের এই নির্দেশের পরেই শুভেন্দু দাবি করেন, পাহাড়ের এই নিয়োগ দুর্নীতির সঙ্গে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) এবং পার্থ ভৌমিক (Partha Bhowmick) যুক্ত।

আরও পড়ুনঃ অসুস্থ রেখা পাত্র! হাসপাতালে নিয়ে যেতেই ফাঁস ‘আসল কারণ’! কী হয়েছে BJP প্রার্থীর?

একইসঙ্গে পাহাড়ের দুই নেতা বিনয় তামাং এবং অনিত থাপাও জড়িত বলে দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর অভিযোগ, পাহাড় নিয়োগ দুর্নীতির টাকা অরূপের মাধ্যমেই কলকাতায় এসেছে। বিরোধী দলনেতার এই বিস্ফোরক দাবি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।

উল্লেখ্য, জাস্টিস বসুকে লেখা চিঠিকে সংশ্লিষ্ট সরকারি আধিকারিক দাবি করেছেন, পাহাড়ে দুই দফায় স্কুল শিক্ষক এবং পুরসভায় প্রায় ৭০০ কর্মীকে বেআইনি নিয়োগ করা হয়েছে। সেই চিঠিতে পার্থ ভৌমিক, পাহাড়ের তৃণমূল নেতা বিনয় তামাং, রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূলের এক যুব নেতার নাম রয়েছে বলে খবর।

bjp leader suvendu adhikari

যদিও তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই সকল দাবি অস্বীকার করেছেন। ভোট এসে গিয়েছে, সেই কারণে এমন দাবি করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। পাহাড়ে নিয়োগ দুর্নীতির এই মামলার জল কতদূর অবধি গড়ায় সেদিকেই এখন নজর সকলের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর