শীতেও পেল্লাই ইলিশ ধরা পড়ল জালে, চড়া দামে বিকোলো মরশুম শেষের মাছ

Published on:

Published on:

Hilsa Fish kolkata is enjoying Hilsa a festive atmosphere is spreading in the city
Follow

বাংলাহান্ট ডেস্ক : ইলিশের (Hilsa Fish) মরশুম শেষ হয়ে শীতের আগমন হয়ে গিয়েছে। এবার অবশ্য বর্ষার শুরু থেকেই আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে ইলিশের যোগান অনিয়মিত হয়েছিল। তবে এবার মরশুম শেষ হয়ে যাওয়ার পরেও মৎস্যজীবীদের জালে উঠল পেল্লাই সাইজের ইলিশ (Hilsa Fish)। বাংলাদেশের ভোলার মেঘনা নদীতে ধরা পড়েছে ২ কেজি ওজনের একটি বড় ইলিশ।

শীতের শুরুতে জালে বিরাট সাইজের ইলিশ (Hilsa Fish)

বুধবার সকালে বাংলাদেশের সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মাছঘাটে নিলামে উঠে মাছটি। ২ কেজি ওজনের মাছটি বিক্রি হয় ৮ হাজার ২১০ বাংলাদেশি টাকায়। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬ হাজার ১৯ টাকা। মরশুম শেষ হয়ে যাওয়ার পর বছরের এই সময় এত বড় ইলিশ জালে ওঠা বিরল ঘটনাই বলা চলে।

Big size hilsa fish caught in start of winter

কীভাবে ধরা পড়ল মাছ: মাছের আকার দেখে স্থানীয় জেলেরা একে নাম দিয়েছে ‘রাজা ইলিশ’। ঘাটে মাছটি আনা মাত্রই ভিড় জমে যায় উৎসাহী দর্শকদের। মৎস্যজীবী সূত্রে জানা গিয়েছে, মাঝনদীতে জাল ফেলতে ২ কেজির ইলিশটি (Hilsa Fish) সহ আরও চারটি জাটকা ইলিশ ধরা পড়ে। অনৃ চারটি জাটকা ইলিশের দাম উঠেছে মাছ প্রতি ৭৮০ টাকা। উল্লেখ্য, ইলিশের প্রজনন মরশুম চলায় ৪-২৫ অক্টোবর রূপোলি শষ্য ধরা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর পাঙাশ এবং পোয়া মাছ বেশি ধরা পড়ে। তাই নিষেধাজ্ঞা ওঠার পর এত বড় ইলিশ ধরা পড়া বিরলই বটে।

আরও পড়ুন : দমে বসালেই রেডি, মাটন বিরিয়ানি এখন বাঁ হাতের খেল, বানান এই পদ্ধতিতে

শীতে ধরা পড়ে না ইলিশ: মৎস্য অধিদপ্তর সূত্রে খবর, বাংলাদেশে শীতকালে ইলিশ তেমন ধরা পড়ে না। সেপ্টেম্বর অক্টোবর মাসে ইলিশের প্রজনন মরশুম চলাকালীন মিষ্টি জলের দিকে উঠে আসে ইলিশ। কিন্তু প্রজনন শেষে ফেব্রুয়ারি নাগাদ ইলিশ ফের গভীর সমুদ্রে ফিরে যায়। এছাড়াও নদীর জলের লবণাক্ততা, খাবারের প্রাপ্যতা কমে যাওয়ায় মিষ্টি জলের দিকে শীতকালে আসতে চায় না ইলিশ।

আরও পড়ুন : রেজিস্ট্রেশনে ঢিলেমি, টোটো মালিকদের আবেদনে ১ মাস বাড়ল নাম নথিভুক্তির সময়সীমা

তাই এই সময় ইলিশ ধরা পড়াটা ব্যতিক্রমী হিসেবেই দেখা হয়। এগুলি সাধারণত বয়সে বড় মাছ হয়। তবে যে মাছটি সম্প্রতি ধরা পড়েছে সেটির বয়স ২ বছর বলে জানা যাচ্ছে।