ওয়াশিংটনের দুই ব্লক দূরেই চলল এলোপাথাড়ি গুলি, গুরুতর জখম ২ ন্যাশনাল গার্ড, “কাউকে রেয়াত নয়” হুঁশিয়ারি ট্রাম্পের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: হোয়াইট হাউজের অদূরে বন্দুকবাজের তাণ্ডবের ঘটনায় ট্রাম্পের (Donald Trump) কড়া হুঁশিয়ারি। ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে মাত্র দু’টি ব্লক দূরে এলোপাথাড়ি গুলির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকায়। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোরে ঘটে এই হামলা, যেখানে গুরুতর জখম হয়েছেন ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট ন্যাশনাল গার্ডের দুই সদস্য। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোরবেলায় হঠাৎই এক যুবক গার্ডদের দিকে এগিয়ে এসে বন্দুক বার করে গুলি ছুঁড়তে শুরু করে। ঘটনায় মুহূর্তে ছুটে আসে নিরাপত্তাবাহিনী এবং এলাকাজুড়ে নেমে আসে চাঞ্চল্য।

হোয়াইট হাউজের অদূরে চলল গুলি, ঘটনায় ট্রাম্পের (Donald Trump) কড়া হুঁশিয়ারি

গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ড সদস্যকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের অবস্থা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানাতে পারেনি প্রশাসন, তবে গভর্নর প্যাট্রিক মরিস জানিয়েছেন যে পরিস্থিতি অত্যন্ত জটিল। হামলাকারীকেও গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার ঘটনাটিকে একটি “পরিকল্পিত হামলা” বলে দাবি করেছেন এবং জানিয়েছেন, দ্রুততার সঙ্গে পুলিশ অভিযুক্তকে পাকড়াও করেছে। এফবিআই ডিরেক্টর কাশ পটেলও নিশ্চিত করেছেন যে তদন্ত চলছে এবং হামলার নেপথ্যে থাকা উদ্দেশ্য অনুসন্ধান করা হচ্ছে। ঘটনার জেরে রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump)।

আরও পড়ুন: শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া বাংলাদেশ! ইউনুস সরকারের চিঠির জবাবে কি বলল ভারত?

ট্রুথ সোশ্যালে ট্রাম্প (Donald Trump) লিখেছেন, “যে পশু ন্যাশনাল গার্ড কর্মীদের গুলি করেছে, তাকে এর চড়া মূল্য দিতে হবে। ঈশ্বর আমাদের সব সামরিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মীদের রক্ষা করুন। আমি, আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে আপনাদের পাশে আছি।” তাঁর এই বিবৃতির পর ট্রাম্প প্রশাসন আরও কঠোর অবস্থান নেয় এবং হামলার পরই ভোর পর্যন্ত গোটা অঞ্চল ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী।

নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত ৫০০ জন ন্যাশনাল গার্ড সদস্যকে অবিলম্বে ওয়াশিংটনে মোতায়েনের নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump)। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, বর্তমানে ওয়াশিংটনজুড়ে মোট ২,১৮৮ জন সেনা বিভিন্ন টাস্ক ফোর্সে নিযুক্ত রয়েছেন এবং আরও সেনা মোতায়েনের প্রয়োজন হলে শীর্ষ প্রশাসন তা করতে প্রস্তুত। হামলাকারী একাই নাকি কোনও সংগঠনের হয়ে হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কর্মকর্তারা।

Stern warning by Donald Trump over gunman attack near White House.

আরও পড়ুন:শীতেও পেল্লাই ইলিশ ধরা পড়ল জালে, চড়া দামে বিকোলো মরশুম শেষের মাছ

ঘটনার সময় ট্রাম্প (Donald Trump) ওয়াশিংটনে ছিলেন না; তিনি থ্যাঙ্কসগিভিং উদ্‌যাপন করতে ফ্লরিডায় গিয়েছেন। তবে হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্টকে ঘটনার বিশদ বিবরণ জানানো হয়েছে এবং তিনি নিয়মিতভাবে পরিস্থিতির আপডেট পাচ্ছেন। এদিকে রাজধানীর এমন স্পর্শকাতর এলাকায় গুলির ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে। তদন্তকারী সংস্থাগুলি হামলার কারণ ও সম্ভাব্য নাশকতা নিয়ে গভীর অনুসন্ধান শুরু করেছে, আর নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে হোয়াইট হাউস সংলগ্ন পুরো এলাকা।