বাংলা হান্ট ডেস্ক : রোহিতকে (Rohit Sharma) সরিয়ে হার্দিককে (Hardik Pandya) অধিনায়ক করার বিষয়টা এখনও মন থেকে মেনে নিতে পারেনি মুম্বাই ভক্তরা। আর সেই কারণেই বোধহয়, হার্দিককে সামনে পেলেই ক্ষেপে উঠছে রোহিত অনুরাগীরা। যদিও গতকাল ওয়াংখেড়ের মাঠে রীতিমত বড় রান তাড়া করে ম্যাচ জিতেছে হার্দিক ব্রিগেড। তবুও গ্যালারিতে বসে থাকা দর্শকমণ্ডলী তাতে সন্তুষ্ট নয়।
এইদিন প্লে-অফের লড়াইকে সামনে রেখে দু’দলই আপ্রাণ চেষ্টা করে চেষ্টা করে ম্যাচ ফিরিয়ে আনার। যদিও শেষ হাসি হেসেছে মুম্বাই। গতকাল ম্যাচের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করেছিল ঈশান কিষাণ। রোহিত শর্মা প্রথমটা কিছুক্ষণ মিইয়ে থাকলেও হাত খুলে ব্যাটিং শুরু করে কিছুক্ষণ পরেই। পরে ঝড় তুললেন সূর্যকুমারও। সবে মিলিয়ে বেশ বিশ্রীভাবেই ম্যাচ হারল বিরাট বাহিনী।
তবে গতকালকের ম্যাচে সকলের নজর কাড়ে হার্দিক, বিরাটের কেমিষ্ট্রি। এইদিন হার্দিককে দেখেই ব্যঙ্গ করতে শুরু করে দর্শকদের একাংশ। রোহিত আউট হওয়ার পর হার্দিক যখন গার্ড নিচ্ছিলেন তখন মুম্বাই অধিনায়ককে লক্ষ্য করে শুরু হয়ে যায় টোন টিটকিরি। আর তখনই ত্রাতা হয়ে মাঠে হাজির হন বিরাট কোহলি (Virat Kohli)।
আরও পড়ুন : ভাগ্য ফেরাতে কালীঘাটে KKR, ম্যাচের আগে অন্য মেজাজে নাইট ব্রিগেড, পুজো দিলেন রিঙ্কু, বরুণরা
দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ করেন যাতে হার্দিককে উত্যক্ত না করা হয়। উল্টে হার্দিকের পাশে থাকার অনুরোধ জানান তিনি। আর তাতেই ম্যাজিকের মত কাজ হয়। নিমেষের মধ্যে টিটকিরি বদলে যায় জয়ধ্বনিতে। হার্দিকও প্রথম বলে লং অনের ওপর দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে পাল্টা উপহার দেন। হিন্দি ধারাভাষ্যকারও বিষয়টি লক্ষ্য করেন এবং তার উল্লেখও করেন।
আরও পড়ুন : নিয়োগ দুর্নীতিতে রাজ্যের করা FIR এ নাম একাধিক তৃণমূল নেতার! পার্থ, তৃণাঙ্কুর ছাড়া আর কারা ফাঁসলেন?
তবে এটাই প্রথম নয়, এর আগে ২০১৯ এ ওভালে বিশ্বকাপ ম্যাচের সময়ও এই একই কাজ করেছিলেন বিরাট কোহলি। স্টিভ স্মিথের ক্ষেত্রে সেবার তিনি বলেন, ‘এখানে প্রচুর ভারতীয় সমর্থক রয়েছেন। চাইনি তাদের দুর্নাম হোক। সত্যি কথা বলতে স্মিথ এমন কিছু করেনি, যে কারণে ওঁকে টিটকিরি শুনতে হবে।’