বিক্ষোভে উত্তপ্ত ডায়মন্ড হারবার! তৃণমূলের ‘কারসাজি’র অভিযোগে ক্ষুব্ধ সুকান্ত

Published on:

Published on:

Sukanta Majumdar Faces Protest in Diamond Harbour
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত ডায়মন্ড হারবারের সরিষায় বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর কনভয় ঢুকতেই হঠাৎই উঠল ‘গো ব্যাক’ স্লোগান। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার নেপথ্যে শাসকদলের উস্কানির অভিযোগ তুলেছেন সুকান্ত।

ডায়মন্ড হারবারের সরিষায় সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) পৌঁছবেন এই খবর পুলিশের কাছে আগেই ছিল। নিরাপত্তাও ছিল জোরদার। কিন্তু বৃহস্পতিবার তাঁর কনভয় ওই এলাকায় ঢোকার পরই আচমকা একটি দল রাস্তার উপর জড়ো হয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি সরগরম হয়ে ওঠে।

বিক্ষোভকারীদের দাবি ছিল, তাঁরা বিজেপির সমর্থক। কিন্তু বিজেপি নেতৃত্ব (Sukanta Majumdar সাফ জানিয়ে দেয়, ওই ভিড়ের সঙ্গে তাদের দলের কোনও সম্পর্ক নেই। সুকান্তর অভিযোগ পুরোটাই তৃণমূলের সাজানো পরিকল্পনা, বিজেপিকে চাপে ফেলার উদ্দেশ্যে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে।

কী প্রতিক্রিয়া দিয়েছেন সুকান্ত (Sukanta Majumdar)?

ঘটনার পর সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি X হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “অশিক্ষিত বর্বর তৃণমূলের নতুন পন্থা দেখুন!” এরপর সুকান্ত অভিযোগ জানিয়ে আরও লেখেন, “গলায় গেরুয়া উত্তরীয় পরে আর কপালে তিলক এঁকে কারসাজি করে বিজেপি কর্মী সেজে এরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে!” সুকান্ত দাবি করেন, “ছবিতে গেরুয়া উত্তরীয় পরে যাকে দেখা যাচ্ছে, সে ডায়মন্ড হারবার এলাকার তৃণমূল কংগ্রেস নেতা এবং দাগী দুষ্কৃতী শামীম-এর ঘনিষ্ঠ সহযোগী রাজু। আজ ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় আক্রান্ত বিজেপি কার্যকর্তাদের সঙ্গে সাক্ষাৎ কার্যক্রমে পৌঁছনোর সময় এরাই ঢুকে রাস্তায় সস্তায় নাটক করছে!”

Sukanta Majumdar Faces Protest in Diamond Harbour

আরও পড়ুনঃ ২০১৬-র নিয়োগে অযোগ্য কারা? আদালতের নির্দেশে ৫৪ পাতার বিস্ফোরক তালিকা প্রকাশ করল SSC

এই ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে বিক্ষোভের নেপথ্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) অভিযোগ এই সব কিছুর নেপথ্যে রয়েছে তৃণমূল।