বাংলাহান্ট ডেস্ক : বাংলায় এসআইআর (SIR) শুরুর পর থেকেই একের পর এক সমস্যার কথা উঠে আসছে। কখনও এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে নানান প্রশ্ন উঠছে, অন্যদিকে অতিরিক্ত কাজের চাপ নিয়ে অভিযোগ করছেন বিএলওরা। এবার নির্বাচন কমিশনের এক আধিকারিক দাবি করলেন, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে অন্তত ২৬ লক্ষ ভোটারের নাম মিলছে না।
বহু ভোটারের নাম মিলছে না এসআইআর (SIR) প্রক্রিয়ায়
সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার সন্ধ্যা পর্যন্ত ছয় কোটি এনুমারেশন ফর্মের ডিজিটালাইজেশনের কাজ সম্পূর্ণ হয়েছে এ রাজ্যে। তারপরেই শুরু হচ্ছে ম্যাপিং, অর্থাৎ ২০০২ সালের এসআইআর এর তথ্যের সঙ্গে মেলানো হচ্ছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত দেখা গিয়েছে, প্রায় ২৬ লক্ষ ভোটারের নাম পূর্ববর্তী এসআইআর এর তথ্যের সঙ্গে মিলছে না। তবে এখনও ডিজিটালাইজেশনের কাজ চলছে। তাই এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

চলছে ম্যাপিং প্রক্রিয়া: জানিয়ে রাখি, ম্যাপিং হল ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকা মিলিয়ে দেখার কাজ। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর (SIR) হয়েছিল ২০০২ সালে। তাই ওই সালের তালিকা ধরা হয়েছে। দুটি ভোটার তালিকাতেই যদি কারোর নাম থাকে তাহলে ২০২৬ এর চূড়ান্ত ভোটার তালিকায় এমনিতেই উঠে যাবে নাম। কারোর বাবা মায়ের নাম ২০০২ সালের তালিকায় থাকলে তাকেও চিহ্নিত করা যাবে। সেক্ষেত্রে তাদের কোনও নথি প্রয়োজন হবে না।
আরও পড়ুন : দুরন্ত কামব্যাক ‘দিব্যা’ স্বস্তিকার, খেলা ঘুরিয়ে দিল জলসা, পরিণীতা-জগদ্ধাত্রী কোথায়?
কারা ডাক পাবেন হিয়ারিংয়ে: জানা যাচ্ছে, ম্যাপিংয়ের ক্ষেত্রে যে ভোটারদের মিল পাওয়া যাবে না তাদের ডাকা হবে হিয়ারিংয়ে। প্রামাণ্য নথি দেখাতে হবে তাদের। নথি নিয়মমাফিক হলে নাম উঠবে চূড়ান্ত ভোটার তালিকায়। অন্যথায় বাদ পড়বে নাম, আগামী বছর আর বিধানসভা নির্বাচনে দিতে পারবেন না ভোট। নাম উঠবে চূড়ান্ত ভোটার তালিকায়। অন্যথায় বাদ পড়বে নাম, আগামী বছর আর বিধানসভা নির্বাচনে দিতে পারবেন না ভোট।
আরও পড়ুন : শীতেও পেল্লাই ইলিশ ধরা পড়ল জালে, চড়া দামে বিকোলো মরশুম শেষের মাছ
এর মধ্যে বিএলওদের জন্য বড় আপডেট দিয়েছে নির্বাচন কমিশন। আরও পাঁচদিন বাড়ানো হয়েছে কমিশনের তরফে। জানা যাচ্ছে, বিএলওদের অ্যাপ থেকে এডিট অপশনটি সরিয়ে দেওয়া হয়েছে। ফলত কোনও ভোটারের তথ্য সংশোধন করতে হয় তা করতে পারছেন না বিএলওরা। তাই সেকথা মাথায় রেখেই পাঁচদিন সময় অতিরিক্ত দেওয়া হয়েছে বলে খবর।












