বাংলাহান্ট ডেস্ক : বছর শেষে বড় স্বস্তি মধ্যবিত্তের। ডিসেম্বরের শুরুতেই সামান্য কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের (Liquefied Petroleum Gas) দাম। তবে শুধুমাত্র ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামই কমেছে। গত কয়েক মাসের ট্রেন্ড মেনেই এ মাসেও কমেছে রান্নার গ্যাসের দাম। কোন শহরে কত কমল দাম?
দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের (Liquefied Petroleum Gas) দাম
কলকাতায় সিলিন্ডার প্রতি দাম কমেছে ১০ টাকা। দিল্লিতেও ১০ টাকা দাম কমেছে সিলিন্ডার প্রতি। অন্যদিকে মুম্বই এবং চেন্নাইয়ে সিলিন্ডার প্রতি দাম কমেছে ১০.৫ টাকা। তবে এই বদল হয়েছে শুধু ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে। তবে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন হয়নি কোনও।

কোন গ্যাসের দাম কমল: গত নভেম্বর মাসে দেশের বিভিন্ন প্রান্তে যে দামে ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার অর্থাৎ গার্হস্থ্য রান্নার গ্যাস বিকোচ্ছিল সেই দামই বহাল থাকছে ডিসেম্বরেও। উল্লেখ্য, রান্নার গ্যাসের দাম গত ৮ এপ্রিল থেকে অপরিবর্তিতই রয়েছে। ডিসেম্বরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Liquefied Petroleum Gas) দাম কমে দাঁড়িয়েছে দিল্লিতে ১৫৮০.৫ টাকা, কলকাতায় ১৬৮৪ টাকা, মুম্বইতে ১৫৩১.৫ টাকা এবং চেন্নাইতে ১৭৩৯.৫ টাকা।
আরও পড়ুন : অনলাইন হাজিরা বাধ্যতামূলক, কর্মীদের নিয়মে বাঁধতে নয়া অ্যাপ চালু হচ্ছে পুরসভায়
কোথায় কত কম রয়েছে: অন্যদিকে ডিসেম্বরে ভর্তুকিহীন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে কলকাতায় ৮৭৯ টাকা, দিল্লিতে ৮৫৩ টাকা, মুম্বইতে ৮৫২.৫ টাকা এবং চেন্নাইতে ৮৬৮.৫ টাকা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভর্তুকিহীন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দামের রইল এখানে-
আরও পড়ুন : ভাতা বেড়ে দ্বিগুণ! SIR আবহে বিএলওদের বিক্ষোভের মাঝে বড় ঘোষণা কমিশনের
বাঁকুড়া: ৮৯১.৫ টাকা, বীরভূম: ৯১০.৫ টাকা, দক্ষিণ দিনাজপুর: ৯৫১.৫ টাকা, কোচবিহার: ৯০৬.৫ টাকা, দার্জিলিং: ৯০৬ টাকা, হুগলি: ৮৮২ টাকা, মালদা: ৯৫০ টাকা, পূর্ব মেদিনীপুর: ৮৫৫ টাকা, মুর্শিদাবাদ: ৮৯৭ টাকা, নদিয়া: ৮৭৯.৫ টাকা, পুরুলিয়া: ৯০৮ টাকা, উত্তর ২৪ পরগনা: ৮৭৯ টাকা, দক্ষিণ ২৪ পরগনা: ৮৮৭.৫ টাকা, উত্তর দিনাজপুর: ৯৫১.৫ টাকা, পশ্চিম মেদিনীপুর: ৮৭২ টাকা, আলিপুরদুয়ার: ৯০৬.৫ টাকা, কালিম্পং: ১,০০৮.৫ টাকা, পূর্ব বর্ধমান: ৮৯২.৫ টাকা, পশ্চিম বর্ধমান: ৮৯২.৫ টাকা, ঝাড়গ্রাম: ৮৭১.৫ টাকা, হাওড়া: ৮৮০.৫ টাকা, জলপাইগুড়ি: ৯০৬.৫ টাকা।












