বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে ডিসেম্বর। ২০২৫ শেষের পথে। আর চলতি বছরে সোনা-রুপোর দাম যে উচ্চতায় পৌঁছেছে যা অনেকেরই সাধ্যের বাইরে। বিয়ের সিজেনে সোনায় (Gold Price) হাত দেওয়াই যাচ্ছে না। এদিকে রুপোর দামও দিন দিন বাড়ছে সমানে। সোমবার ১ ডিসেম্বর অবশ্য কমল সোনার দাম। সপ্তাহের শুরুতেই সস্তা হল সোনা।
সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ পয়লা ডিসেম্বর ২০২৫ এ ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে? বিয়ের মরসুমের কি আদৌ সস্তা হবে হলুদ ধাতু? একনজরে দেখে নিন রেটচার্ট।

সোমবার সামান্য কমল সোনার দাম | Gold Price
সোমবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১১৮৯৯ টাকা। খুব সামান্যই দাম কমেছে। প্রতি গ্রামে দাম কমেছে ১০০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১১৮৯৯০ টাকা। গতকালের তুলনায় এদিন প্রতি ১০ গ্রামের দাম ১০০০ টাকা কমেছে। আর ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১১৮৯৯০০ টাকা।
স্বাভাবিকভাবেই ২৪ ক্যারাট সোনার দামও এদিন কমেছে। সোমবার সপ্তাহের শুরুতেই ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২৯৮১ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২৯৮১০ টাকা। খুচরো পাকা ১০ গ্রাম সোনার ক্ষেত্রেও এদিন দাম এদিন কমেছে ১০০টাকা।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। বর্তমানে সোনার বাজার উঠছে আর নামছে।
চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। কমার সম্ভাবনা নেই বলেই মত বিশেষজ্ঞদের। ডিসেম্বর মাসে রেকর্ড সোনার দাম বৃদ্ধির অনুমান করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ওয়াকফ নিয়ে ‘উলটপুরাণ’-এ ক্ষুব্ধ হুমায়ুন, ‘সরকারকে মূল্য দিতে হবে’, বললেন ভরতপুরের বিধায়ক
রুপোর দাম
সোনার দামের পাশাপাশি এদিন দাম কমেছে রুপোরও। রুপোলি ধাতুর এদিন ১০০ গ্রাম কিনতে লাগবে ১৮৪৯০ টাকা। এদিন ১ কেজি রুপোর দাম কমে হয়েছে এক লক্ষ ১৮৪৯০০ টাকা। দাম কমেছে কিছুটা। উল্লেখ্য, দিন দিন রুপোর চাহিদা বাড়ছে। সোনার পাশাপাশি রুপোর দামও পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। রুপোর দামও আগামীদিনে আরও বাড়তে পারে।












