বাংলা হান্ট ডেস্ক: উনোনে দুধ রাখা মাত্রই অনেক সময় দেখা যায় দুধ কেটে গেছে। তখন মাথায় হাত পড়ে। কারণ এই কেটে যাওয়া দু দিদি আপনি কোন কিছুই করতে পারবেন না। তবে এইসব ভাবনা একেবারেই ভুল। কেটে যাওয়া দুধ আপনি ফেলে না দিয়েও ঘরোয়া কিছু কাজ ও এই রান্নাটি আপনি করতে পারবেন। জেনে নিন সেই ঘরোয়া টোটকা গুলি (Home Tips)।
দুধ কেটে গেছে? চিন্তা নেই এইভাবেও আপনি ব্যবহার করতে পারবেন (Home Tips)
১) দুধ ফুটতে দিলে পরে অনেক সময় দুধ কেটে যায়। এবার সেই কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে সেটি ব্যবহার করতে পারেন কেক ও প্যান কেক তৈরি করার সময়। কারণ কেক বেক করার সময় মাখনয়ার বা ডিমের পরিবর্তে ব্যবহার করতে পারে এই কেটে যাওয়া দুধ। এতে স্বাদ একেবারেই অন্য রকমের হবে (Home Tips)।

আরও পড়ুন: ফ্রিজ ভরা ধনেপাতা? ঝটপট বানিয়ে ফেলুন টক-ঝাল-মিষ্টি চাটনি, রেসিপি রইল
২) শুধুমাত্র যে খাওয়ার জন্য অথবা শরীরের জন্য দুধ ভালো তা নয়। রূপচর্চার ক্ষেত্রে দুধের ভূমিকা অনস্বীকার্য। আপনি যদি ভালো ক্লিনজার চান তাহলে দুধের থেকে ভালো কিছু হয় না। তাই বাইরে থেকে ঘরে ফিরে দুধের মধ্যে তুল মিশিয়ে মুখ মুছে নিতে পারেন। এতে আপনার ত্বক সতেজ থাকবে।
৩) শুধুমাত্র যে খাবারের জন্যই দুধ ব্যবহার করা হয় তা নয়। কেটে যাওয়া দুধ ব্যবহার করতে পারেন গাছের গোড়ায়। কারণ গাছের গোড়ায় দুধ দিলে গাছ দ্রুত বাড়ে। পাশাপাশি ইন্ডোপ্লেন্ট কে ঝকঝকে করে তুলতে দারুণভাবে সাহায্য করে।
৪) কাঠের আসবাবপত্র মোছার জন্য ব্যবহার করতে পারেন কেটে যাওয়া দুধ। এই কেটে যাওয়া দুধ দিয়ে কাঠের আসবার পত্র মোছামুচি করলে, সেই আসবাবপত্রগুলি আরো ঝকঝকে হয়ে ওঠে (Home Tips)।












