বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের চাকরির পরীক্ষা নিয়ে আবারও বড়সড় অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, রাজ্যে দুর্নীতি এতটাই গভীরে, যে চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বলে কিছু নেই। সম্প্রতি হওয়া পরীক্ষার ওএমআর শিট নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ এনে তিনি সরাসরি আক্রমণ করেন রাজ্য সরকার ও বোর্ডকে।
চাকরির পরীক্ষা মানেই ‘দুর্নীতি’, অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করে বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার থাকলে স্বচ্ছ নিয়োগ কোনওভাবেই সম্ভব নয়। তাঁর কথায়, “এখানে চাকরির পরীক্ষা হবে আর সেখানে চুরি-দুর্নীতি হবে না এটা তো হতে পারে না। এটা একেবারে প্রমাণিত সত্য।” তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকাকালীন চাকরি পাওয়া যাবে না, চাকরি দেওয়া হবে না। শুভেন্দুর অভিযোগ, যতক্ষণ মুখ্যমন্ত্রী ও তাঁর দলকে ক্ষমতা থেকে সরানো না যাবে, ততক্ষণ শিক্ষিত বেকারদের কোনও সুরাহা হবে না।
ওএমআর শিট নিয়েই বড় অভিযোগ শুভেন্দু র
শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, গতকাল যে চাকরির পরীক্ষা হয়েছে সেখানে ওএমআর শিটে ছিল একাধিক অনিয়ম। তিনি অভিযোগ জানিয়ে বলেন, ওএমআর শিটের কার্বন কপিতে কোনও সিরিয়াল নম্বর ছিল না। মূল ওএমআর শিটেও নম্বরও ছিল না। পরীক্ষার্থীদের কার্বন কপি দেওয়া হয়নি। শুভেন্দুর দাবি এতে বোর্ড ইচ্ছামতো দুর্নীতি করতে পারবে। কারণ পরীক্ষার্থীদের কাছে কোন প্রমাণ থাকবে না। আর এতে প্রমাণ সংগ্রহের কোনও সুযোগই থাকছে না বলে অভিযোগ বিরোধী দলনেতার।
এখানেই শেষ নয়, শুভেন্দু আর অভিযোগ জানিয়ে বলেন, পরীক্ষার্থীদের কার্বন কপি না দেওয়ায় বোর্ড নিজেদের মতো করে পরিবর্তন করার সুযোগ পাবে। শুভেন্দুর অভিযোগ কার্বন কপিতে সিরিয়াল নম্বর নেই মানে যে কোনও সময় ওএমআর বদলে দেওয়া যাবে। যাকে পাস করাতে চায়, তার নম্বর বাড়িয়ে দেবে বোর্ড।”

আরও পড়ুনঃ কেন নবান্নে যাচ্ছেন না শুভেন্দু? অবশেষে কারণ খোলসা করে স্বরাষ্ট্র সচিবকে চিঠি বিরোধী দলনেতার
চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, তাঁরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বর্তমান পরিস্থিতিতে স্বচ্ছ নিয়োগ আশা করা কঠিন। তাঁর দাবি, মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকলে একটাও সৎ নিয়োগ হবে না।












