বাংলা হান্ট ডেস্কঃ ২৬-এর বিধানসভা ভোট আর কয়েক মাস দূরে। এরই মধ্যে এসআইআরের আবহে রাজ্যের রাজনীতিতে উত্তেজনায় চরমে। এই অবস্থায় নন্দীগ্রাম কেন্দ্রকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। রবিবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেন নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটে নামার প্রস্তুতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্তর এই মন্তব্যের জবাব দিলেন অভিষেক (Abhishek Banerjee)।
কী বললেন অভিষেক (Abhishek Banerjee)?
সোমবার এক অনুষ্ঠানে এই প্রশ্ন করা হলে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “ওটা সুকান্ত মজুমদারের ইচ্ছে হতে পারে। তৃণমূলের সিদ্ধান্ত তৃণমূলই নেবে।” তিনি আরও বলেন, “দল আমাকে যেখানেই দাঁড়াতে বলবে, আমি দাঁড়াব। নন্দীগ্রাম বললে নন্দীগ্রাম, দার্জিলিং বললে দার্জিলিং, যেখানে প্রয়োজন সেখানেই কাজ করব।” পর্যবেক্ষকদের মতে, অভিষেক সোজাসুজি ‘হ্যাঁ’ বা ‘না’ বলেননি। বরং সুকান্তকে কটাক্ষ করে বলেন “অতই যদি পারদর্শী হন, তাহলে ৮ হাজার ভোটে জিততেন না!”
জল্পনা শুরু হল কোথা থেকে?
সুকান্ত মজুমদার রবিবার বলেন, “আমার কাছে খবর আছে যে অভিষেক (Abhishek Banerjee) নন্দীগ্রামে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। তাই নাকি তাঁর ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকদের ওই জেলায় বদলি করা হচ্ছে। উপমুখ্যমন্ত্রী হওয়ার শখ থেকেই তিনি নন্দীগ্রামে লড়বেন।”
পরে অবশ্য তিনি নিজের মন্তব্য কিছুটা বদলে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়াবেন, সেখানেই তাঁকে হারাব আমরা।”
এদিকে শুভেন্দু অধিকারীও বলেন, “অভিষেক নন্দীগ্রামে দাঁড়ালেও কেউ ওকে ভোট দেবে না।”

আরও পড়ুনঃ দুর্নীতির আশঙ্কা! “পুলিশ পরীক্ষায় কার্বন কপি নেই কেন?”, রাজ্যের কাছে জবাব চাইলেন শুভেন্দু
তৃণমূল পুরো অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, “লোকসভা ভোটের পর থেকেই বিজেপির বড় নেতারা শুভেন্দুকে পছন্দ করেন না। নন্দীগ্রামে পঞ্চায়েতে তৃণমূল জিতেছে। তাই নিজের আসন ধরে রাখাই শুভেন্দুর বড় সমস্যা।” দলের একাংশ আরও বলছে “এখানে অভিষেক (Abhishek Banerjee) বা মমতা লাগবে না। বুথস্তরের এক সাধারণ তৃণমূল প্রার্থীই শুভেন্দুকে হারাতে পারবে।”












