বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিসের (CPAO) মাধ্যমে, সমস্ত অনুমোদিত ব্যাঙ্ককে সেন্ট্রালাইজড পেনশন প্রসেসিং সেন্টার (CPPCs)-কে নির্দেশ দিয়েছে যে তারা যেন প্রত্যেক সেন্ট্রাল সিভিল পেনশনার (Pensioners) এবং ফ্যামিলি পেনশনারকে সময়মতো মাসিক পেনশন পেমেন্ট স্লিপ পৌঁছে দেয়। এই পদক্ষেপের লক্ষ্য পেনশনভোগীদের ক্রমবর্ধমান অভিযোগের সমাধান করা। যাঁদের অনেকেই সময়মতো তাঁদের পেনশন স্লিপ না পাওয়ার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।
পেনশনভোগীদের (Pensioners) জন্য বড় পদক্ষেপ:
কেন এই নির্দেশিকা জারি করা হল: অর্থ মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার স্পষ্ট করে জানিয়েছে যে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পেনশনভোগীদের সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছিল। তা সত্ত্বেও, অনেক পেনশনভোগী এখনও সময়মতো তাদের পেনশন পেমেন্ট স্লিপ পাচ্ছেন না। উল্লেখ্য যে, পেনশন স্লিপে গুরুত্বপূর্ণ তথ্য থাকে। যেমন জমা হওয়া পেনশনের পরিমাণ, ডিডাকশন, রিভিশন এবং এরিয়ার। মূলত, আর্থিক পরিকল্পনা এবং রেকর্ড-রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে পেনশনভোগীদের জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

CPAO তাদের নতুন নির্দেশিকায় বলেছে যে, এখন থেকে কোনও পেনশনভোগীর পেমেন্ট স্লিপ মিস করা উচিত নয়। সমস্ত ব্যাঙ্ক CPPCs-কে পেনশন ক্রেডিট হওয়ার পরপরই ইমেল, SMS এবং হোয়াটসঅ্যাপ সহ সকল ডিজিটাল মাধ্যমে পেনশনভোগীদের কাছে স্লিপ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পেনশন স্লিপ কীভাবে পাবেন: পেনশনভোগীদের তাঁদের পেনশন স্লিপ পেতে আর কোনও অতিরিক্ত পদক্ষেপ নিতে হবে না। ব্যাঙ্ক এবং CPPC তাদের পেনশন জমা হওয়ার সঙ্গে সঙ্গে তাদের রেজিস্ট্রার্ড মোবাইল নম্বর বা ইমেল অ্যাড্রেসে স্লিপটি পাঠাবে। যদি পেনশনভোগীর ইমেল অ্যাড্রেস না থাকে, সেক্ষেত্রে ব্যাঙ্ককে অবশ্যই তা প্রদান করতে হবে। যেটি নিশ্চিত করবে যে প্রত্যেক পেনশনভোগী যাতে সময়তো এবং সহজলভ্য ফরম্যাটে স্লিপটি পেতে পারেন।
এইভাবে, একজন পেনশনভোগী বয়স্ক হন বা তাঁর কম প্রযুক্তিগত জ্ঞান থাকুক না কেন, তিনি সহজেই তাঁর পেনশন স্লিপ পড়তে এবং বুঝতে সক্ষম হবেন। এছাড়াও, ডিজিটাল মাধ্যমে প্রাপ্ত স্লিপগুলি পেনশনভোগীদের তাঁদের আর্থিক রেকর্ড ট্র্যাক করার বিষয়টি সহজ করে তুলবে।
আরও পড়ুন: ২০২৬-এই নয়া নজির গড়বে রিলায়েন্স! মালামাল হতে পারেন বিনিয়োগকারীরাও, সামনে এল মেগা প্ল্যান
পেনশনভোগীদের জন্য সুবিধা: এই বৈশিষ্ট্যের মাধ্যমে, পেনশনভোগীরা এখন সময়োপযোগী এবং সঠিক তথ্যের মাধ্যমে তাদের আর্থিক পরিকল্পনা করতে পারবেন। এছাড়াও, তাঁরা এরিয়ার, ডিডাকশন বা রিভিশনের কোনও আপডেটও মিস করবেন না। ডিজিটাল স্লিপগুলি ব্যক্তিদেরভাবে পেনশনভোগীরের তাঁদের পেনশন রেকর্ড সুরক্ষিত রাখার সুযোগ দেবে। এই পরিবর্তন পেনশনভোগীদের আর্থিক স্বচ্ছতা এবং সুবিধা উভয়ই প্রদান করবে। অর্থাৎ, সরকার এবং ব্যাঙ্ক উভয়ই এখন নিশ্চিত করবে যে পেনশনভোগীরা তাঁদের কষ্টার্জিত অর্থের সঠিক হিসেব সময়মতো পাবেন।












