বাংলা হান্ট ডেস্ক: সোমবার অর্থাৎ ১ ডিসেম্বর শেয়ার বাজারে ওকহার্ট লিমিটেডের শেয়ারের (Share Market) দাম ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, এই কোম্পানির শেয়ারের দাম আপার সার্কিটেও পৌঁছে যায় এবং দাম বেড়ে দাঁড়ায় ১,৪৮২ টাকায়। এদিকে, শেয়ার বাজার বন্ধের সময়ে BSE-তে ১৯.২৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে এই শেয়ারের দাম ১,৪৭০.৯০ টাকায় দাঁড়িয়ে থাকে।
শেয়ার বাজারে (Share Market) রকেটের গতি এই কোম্পানির স্টকে:
মূলত, এই কোম্পানির শেয়ারে একটি বড় ঘোষণার কারণে উত্থান ঘটেছে। ওই ঘোষণা অনুযায়ী, মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (US FDA) সংস্থাটির নতুন অ্যান্টিবায়োটিক Zaynich-এর জন্য দাখিল করা নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন (NDA) আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে।

ভারতের জন্য একটি ঐতিহাসিক অর্জন: জানিয়ে রাখি যে, Zaynich-এর জন্য আবেদনটি গত ৩০ সেপ্টেম্বর দাখিল করা হয়েছিল। এই বিরাট অর্জনটি ভারতের ওষুধ শিল্পের জন্য ঐতিহাসিক। কারণ এই প্রথমবারের মতো মার্কিন FDA কোনও ভারতীয় কোম্পানির তৈরি নতুন কেমিক্যাল ইউনিট (NCE)-এর জন্য NDA গ্রহণ করেছে। এমতাবস্থায়, এই বিষয়টি ভারতের ওষুধ উদ্ভাবনের ক্ষমতাকে নতুন আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। কারণ, এখনও পর্যন্ত ভারত মূলত জেনেরিক ওষুধের জন্য পরিচিত ছিল।
আরও পড়ুন: এবার পেনশনভোগীরা পাবেন স্বস্তি! বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র, মিলবে এই বিশেষ সুবিধা
বিপজ্জনক ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে নতুন আশা: উল্লেখ্য যে, Zaynich হল ওকহার্ট লিমিটেডের দ্বারা তৈরি একটি অভিনব, প্রথম শ্রেণির অ্যান্টিবায়োটিক। যেটি ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার লক্ষ্যে কাজ করে। বর্তমানে বিশ্বব্যাপী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং নতুন অ্যান্টিবায়োটিকের বিকাশ ধীর গতিতে চলছে। এমতাবস্থায়, Zaynich-এর প্রস্তুতি এবং FDA অনুমোদন ওষুধ গবেষণায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
কী জানিয়েছে কোম্পানিটি: ইতিমধ্যেই কোম্পানিটি জানিয়েছে যে US FDA কর্তৃক আবেদন গ্রহণ, ওষুধ অনুমোদন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি তাদের বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্ভাবনের সাফল্যকে প্রতিফলিত করে। কোম্পানিটি আরও বলেছে যে NDA-র স্বীকৃতি কেবল ওকহার্ডকেই এগিয়ে নিয়ে যায় না বরং ভারতের সমগ্র ফার্মা সেক্টরের জন্য একটি বড় অর্জন। যেটি এখন জেনেরিক ওষুধের বাইরেও এগিয়ে যাচ্ছে এবং নতুন ওষুধ আবিষ্কারে তার ছাপ ফেলছে। সংস্থাটির মতে, ক্রমবর্ধমান অ্যান্টিবায়োটিক প্রতিরোধের সমস্যার সমাধান প্রদানের মাধ্যমে, Zaynich-কে বিশ্ব বাজারে সহজলভ্য করার জন্য নিয়ন্ত্রক প্রক্রিয়া ত্বরান্বিত করতে কোম্পানিটি প্রতিশ্রুতিবদ্ধ।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, শেয়ার বাজারে বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।












