বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর সামনে আসছে। হাতে আর একটা মাস। সব ঠিক থাকলে ২০২৬ সালের জানুয়ারিতে আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employees) অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। লাগু হবে ২০২৬ সালের জানুয়ারী থেকে। নয়া বেতন কমিশনে কি বেসিক পে ও ডিএ মিশে যাবে? এই নিয়ে জল্পনার মাঝেই সবটা স্পষ্ট করল কেন্দ্র।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি খারিজ! Dearness Allowance
লোকসভায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি উত্থাপিত হয়। লোকসভায় আনস্টার্ড কোশ্চেন নম্বর ২১২-এর মাধ্যমে কেন্দ্রের কাছে কিছু সুনির্দিষ্ট বিষয়ে জানতে চাওয়া হয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা মহার্ঘ ত্রাণ মূল বেতনের সাথে মিশিয়ে দেওয়ার দাবি উঠে আসছে বহুদিন ধরে।
এই বিষয়ে সরকারের অবস্থান কী, তা স্পষ্ট হল এতদিনে। জানিয়ে রাখি, সরকারের সাম্প্রতিক উত্তরে সরকারি কর্মীদের আশায় রীতিমতো জল। লিখিত উত্তরে সরকার স্পষ্ট জানিয়েছে, “No proposal regarding merger of the existing Dearness Allowance with basic pay is under consideration with the Government.”
এই অর্থ হল, বর্তমান ডিএ কাঠামোতেই কর্মীরা বেতন পাবেন এবং তা বেসিকের সঙ্গে মিশিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা সরকারের আপাতত নেই। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ইউনিয়নগুলি অষ্টম পে কমিশনের অধীনে DA মূল বেতনের সঙ্গে মিলিয়ে দেওয়ার যে পুরনো প্রথা, তা পুনরুজ্জীবিত করার দাবি জানিয়ে আসছে বহুদিন ধরে।

আরও পড়ুন: আবহাওয়ার চরম বদল! ২৪ ঘন্টায় রাজ্যে খেল দেখাবে তাপমাত্রা, চলতি সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট
উল্লেখ্য, বর্তমানে সরকারি কর্মীরা ৫৮% হারে ডিএ পাচ্ছেন। মনে করা হচ্ছে, ১ জানুয়ারি, ২০২৬ এর মধ্যে মহার্ঘ্য ভাতা প্রায় ৬০-৬১% এ পৌঁছে যাবে। প্রসঙ্গত, ২০১৬ সালে যখন সপ্তম পে কমিশন কার্যকর করা হয়, তখন ১২৫% মূল্যবৃদ্ধি ভাতা মূল বেতনের সঙ্গে যোগ করে ডিএ শূন্যে নামিয়ে আনা হয়েছিল। এবার অষ্টম পে কমিশনেও তেমনটা হবে বলে আশা করছিল কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে সরকার স্পষ্ট করল মহার্ঘ ভাতা বেসিকের সঙ্গে মিশিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা সরকারের নেই।












