রায় দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলী, প্রাথমিকে ৩২ হাজার চাকরি থাকবে না যাবে? আজ রায়দান হাইকোর্টে

Published on:

Published on:

calcutta high court(70)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি আবহেই প্রাথমিকের টেট দুর্নীতি সংক্রান্ত মামলায় (TET Scam) রায়দান করতে চলেছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। বুধবার প্রাথমিকের ৩২০০০ মামলায় বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চের রায়দান করবে। সকলের চাকরি থাকবে না যাবে? হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে ৩২০০০.

হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে ৩২০০০ | Calcutta High Court

এর আগে এই মামলার শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, যদি গোটা নিয়োগ প্রক্রিয়ায় কোনও যোগ্যতা পরীক্ষা না হয়ে থাকে, তবে ৩২ হাজার অপ্রশিক্ষিতের পাশাপাশি প্রায় ১২ হাজার প্রশিক্ষিত প্রার্থীর নিয়োগও এবার প্রশ্নের মুখে পড়তে পারে। এরপর গত ১২ নভেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়।

শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। বুধবার সেই মামলার রায় ঘোষণার দিন। প্রায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করছে হাইকোর্টের এই রায়ের উপরে। উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় গত এপ্রিল মাসে গোটা প্যানেলই বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই আবহেই ৩ ডিসেম্বর প্রাথমিকের মামলায় কি রায় আসে সেদিকে নজর রয়েছে সকলের।

কোন মামলা?

২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সাল থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ৪২ হাজার ৯৪৯ জন চাকরি পান। কিন্তু, নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে একাধিক ‘ক্রুটি’র কথা জানিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর প্রেক্ষিতে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দেন। নতুন নিয়োগের নির্দেশ দেওয়া হয় রাজ্যকে।

Calcutta High Court

আরও পড়ুন: সে গুড়ে বালি! অবশেষে DA নিয়ে অবস্থান স্পষ্ট করল সরকার, ‘খারাপ খবরে’ আশাহত সরকারি কর্মীরা

এরই মধ্যে হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ পাল্টা ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। এতদিন সেই মামলায় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে চলেছে। কলকাতা হাইকোর্টের রায়ের উপর ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি ঝুলছে।