বাংলা হান্ট ডেস্কঃ চলছে ডিসেম্বর মাস। হাতে গোনা কয়েকটাদিন পার হলেই ২০২৬ সাল। যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর বয়ে আনবে। কারণ আগামী বছরই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) জন্য অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) লাগু হচ্ছে। নয়া পে কমিশন নিয়ে উত্তেজনার মাঝেও আশঙ্কায় ভুগছিলেন পেনশনভোগীরা। তবে এবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন লক্ষ লক্ষ পেনশনভোগী ও কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
হাফ ছেড়ে বাঁচলেন কর্মচারী ও পেনশনভোগীরা | Government Employees
নয়া বেতন কমিশনের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন ৬৯ লক্ষ পেনশনভোগী? দেশের লক্ষ লক্ষ পেনশনভোগীর আশঙ্কার অবসান ঘটাল রাজ্যসভায় দেওয়া অর্থ মন্ত্রকের এক বিবৃতি। বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারীরা পারিবারিক পেনশন পেয়ে থাকেন। কেন্দ্র নয়া পে কমিশন সংক্রান্ত বিষয়ে গত ৩ নভেম্বর যে বিজ্ঞপ্তি দেয় সেখানে এই বিষয়ের কোনও উল্লেখ ছিল না।
বিস্তারিত টার্মস অফ রেফারেন্স বা ToR প্রকাশিত হলে হলে দেখা যায় পূর্ববর্তী বেতন কমিশনগুলির নির্দেশিকায় স্পষ্টভাবে বেতন এবং পেনশন উভয় সংশোধনের কথা উল্লেখ থাকত। কিন্তু এবারের নির্দেশিকায় ‘পেনশন রিভিশন’ শব্দবন্ধটি স্পষ্টভাবে উল্লেখ ছিল না। যা নিয়ে অবসরপ্রাপ্তদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। আর্থিক সুযোগ-সুবিধা থেকে পেনশনভোগীদের বাদ যাওয়ার সম্ভাবনার সৃষ্টি হয়।
তবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে স্পষ্ট জানিয়েছেন যে, নয়া পে কমিশন বেতন বা ভাতার , পাশাপাশি পেনশন সংক্রান্ত বিষয়েও তাদের সুপারিশ পেশ করবে। অর্থাৎ এটা পরিষ্কার যে, কর্মরত কর্মীদের সঙ্গে অবসরপ্রাপ্তদের আয়ের সামঞ্জস্য বজায় রাখার বিষয়টি তা অষ্টম পে কমিশনেও বজায় থাকবে।

উল্লেখ্য, ২০২৬ সালের জানুয়ারী থেকেই অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে। প্রতি ১০ বছর অন্তর অন্তর একটি করে পে কমিশন গঠন হয়। ইতিমধ্যেই নয়া পে কমিশনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। নয়া বেতন কমিশনের ফলে দেশের প্রায় ৪৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৮ লক্ষ পেনসনার উপকৃত হতে চলেছেন।












