যাত্রীদের স্বস্তি! ছুটির দিনে মেট্রো চলবে সকাল থেকে, বিস্তারিত সময়সূচি দেখুন

Published on:

Published on:

Kolkata Metro services to start on sunday morning know the timetable on holidays
Follow

বাংলা হান্ট ডেস্ক: মেট্রো যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ, আগামী রবিবার থেকে মেট্রো সময়সূচিতে (Kolkata Metro) নিয়ে আসা হল বড় বদল। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সিমেশনের এর জন্য এই মেট্রোর সময় পরিবর্তন করা হয়েছে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবার জেনে নিন ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পাশাপাশি হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ অর্থাৎ গ্রিনলাইনে কখন থেকে মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

রবিবার সকালেই মেট্রো পরিষেবা শুরু, ছুটির দিনে সময়সূচি জানুন (Kolkata Metro)

অন্যান্য সময় রবিবার শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনে মেট্রো সংখ্যা কিছুটা কম থাকে। পাশাপাশি দেরিতে শুরু হয় এই পরিষেবা। তবে আগামী রবিবার ওই রুটে ডাউন ও অপ লাইন মিলিয়ে ৬৮ টি করে মোট ১৩৬ টি করে মেট্রো (Kolkata Metro) চলবে। এছাড়া দক্ষিনেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রুটে মেট্রো চলবে। সকাল ৯টার পরিবর্তে ৮টা থেকে।

Kolkata Metro services to start on sunday morning know the timetable on holidays

আরও পড়ুন: শীতে গোড়ালির ব্যথা? রাতে ঘুমানোর আগে এই ঘরোয়া মলম লাগালেই মিলবে তাত্ক্ষণিক আরাম

অবশ্য এই রুটের শেষ মেট্রোর সময়সূচিতে কোন বদল করা হবে না। রাত ৯:৩০ মিনিটে শহীদ ক্ষুদিরাম গামী মেট্রো ছাড়বে। আর শহীদ ক্ষুদিরাম থেকে দমদমের শেষ মেট্রো পাওয়া যাবে ৯:৪৩ মিনিটে। অন্যদিকে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত গ্রীনলাইনেও ঐদিন সকাল থেকে রাত পর্যন্ত মোট ১০০ টি মেট্রো চলাচল করবে।

যেখানে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে মেট্রো শুরু হবে সকাল ৯ টায়। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের প্রথম মেট্রো পাওয়া যাবে ৯:২ মিনিটে। তবে শেষ মেট্রোর পরিষেবাতে কোন বদল আনা হয় নি।

অন্যান্য রবিবারের মতোন রাত ৯:৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এর শেষ মেট্রো ছাড়বে। অপরদিকে সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো পাওয়া যাবে ৯:৪৭ মিনিটে। এছাড়াও, ইয়েলো লাইনে অন্য়ান্য রবিবারের মতো স্বাভাবিক মেট্রো পরিষেবা পাওয়া যাবে। তবে পার্পল এবং অরেঞ্জ লাইনে রবিবার মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে (Kolkata Metro)।