‘বাবা-মা আমাকে এই শিক্ষা দেয়নি’, গীতাপাঠে কেন অনুপস্থিত ছিলেন মমতা? স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Mamata Banerjee skips Gita Path cites BJP link
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রবিবারের সেই কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন সাধু-সন্ত থেকে শুরু করে রাজ্যের বিজেপি নেতৃত্ব। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি কেন সেখানে যাননি, সোমবার কোচবিহারে রওনা হওয়ার আগে তার স্পষ্ট ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী নিজেই।

বিজেপির যোগ থাকায় যাননি মমতা (Mamata Banerjee)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, গীতাপাঠের অনুষ্ঠানের সঙ্গে সরাসরি বিজেপির যোগ থাকায় তিনি সেখানে যাননি। তাঁর কথায়, যদি এই অনুষ্ঠানটি কোনও নিরপেক্ষ উদ্যোগ হত, তাহলে তিনি অবশ্যই যোগ দিতেন। মমতা (Mamata Banerjee) বলেন, “আমি কী করে যাব বিজেপির প্রোগ্রামে? এটা যদি নিরপেক্ষ কোনও অনুষ্ঠান হত, তাহলে আমি নিশ্চয় যেতাম। বিজেপির অনুষ্ঠানে যাই কীভাবে! আমার তো একটা আদর্শ আছে।”

এরপর বিজেপির বিরুদ্ধে আরও সরব হন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। দলটিকে ‘বাংলা-বিরোধী’ বলে আক্রমণ করে তিনি বলেন, “যারা নেতাজিকে ঘৃণা করে, যারা গান্ধীজিকে মানে না, আমি তাদের সঙ্গে নেই। আমার বাবা-মা আমাকে এই শিক্ষা দেয়নি। আমার বাংলা আমাকে এই শিক্ষা দেয়নি।” পাশাপাশি তিনি আবারও বলেন, “আমি সব ধর্মকে সম্মান করি।”

বিজেপির পাল্টা আক্রমণ সুকান্তর

রবিবার ব্রিগেডের গীতাপাঠের অনুষ্ঠান মঞ্চ থেকেই সোমবার মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর দাবি, “একুশের ভোটে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সিংহভাগ হিন্দু ভোট দেয়নি। হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না।” পাশাপাশি হুমায়ুনের বাবরি মসজিদ সংক্রান্ত মন্তব্য তুলে মমতাকে কটাক্ষ করেন সুকান্ত।

এদিকে রবিবারের গীতাপাঠের অনুষ্ঠান থেকেই হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করেন বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। তিনি বাংলাকে একজোট হওয়ার বার্তা দেন। পাশাপাশি ইঙ্গিতপূর্ণ ভাষায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধেও তোপ দাগেন।

Mamata Banerjee skips Gita Path cites BJP link

আরও পড়ুনঃ শিয়ালদা-বনগাঁ রুটে বড় বদল! লোকাল চলাচলে আসছে নতুন চমক

ব্রিগেডের গীতাপাঠ শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক তরজার কেন্দ্রে চলে এসেছে। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) অনুপস্থিতি, তাঁর ব্যাখ্যা এবং তার পাল্টা বিজেপির আক্রমণ, সব মিলিয়ে এই কর্মসূচিকে ঘিরে রাজ্য রাজনীতির উত্তাপ আরও একধাপ বেড়েছে।