‘সুযোগ দেওয়া অনুচিত’, IPL-এর নিলামে অংশ নেওয়া এই খেলোয়াড়দের বিরুদ্ধে গর্জে উঠলেন সুনীল গাভাস্কার

Published on:

Published on:

Sunil Gavaskar roars against these players participating in IPL auction.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে IPL-এর জনপ্রিয়তা। শুধু তাই নয়, IPL বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট লিগ হিসেবে বিবেচিত হয়। এমতাবস্থায়, যাঁরা এই টুর্নামেন্টকে হালকাভাবে নেয় তাঁদের এখানে কোনও স্থান থাকা উচিত নয়। এমনকি, যদি কোনও খেলোয়াড় IPL-এর প্রতি সম্মান প্রদর্শন না করেন সেক্ষেত্রে নিলামের সময়ে তাঁদের জন্য এক সেকেন্ডও নষ্ট করা উচিত নয় বলেও মনে করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। তিনি বিদেশি খেলোয়াড়দের একাংশের ওপর ক্ষুব্ধ। যাঁরা IPL-এর পুরো মরশুমের পরিবর্তে সীমিত সময়ের জন্য কয়েকটি ম্যাচে এবং কয়েক সপ্তাহ সময় দেন তাঁদের সমালোচনা করেছেন সুনীল। ইতিমধ্যেই মিড-ডে-তে তাঁর কলামে গাভাস্কার অত্যন্ত কঠোর সুরে বলেছেন যে, যাঁরা বিশ্বের সেরা ক্রিকেট লিগকে গুরুত্বের সঙ্গে নেন না তাঁদের নিলামে রাখা উচিত নয়।

কী জানিয়েছেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar):

গাভাস্কার লিখেছেন, ‘কিছু খেলোয়াড় আছেন যাঁরা সীমিত সময়ের জন্য নিজেদেরকে উপলব্ধ করেছেন। সত্যি বলতে, যদি কোনও খেলোয়াড় IPL-এর প্রতি শ্রদ্ধা না দেখান এবং পুরো টুর্নামেন্টের জন্য নিজেকে উপলব্ধ না করে, তাহলে তাঁর নিলামে থাকাও উচিত নয়।’ তিনি আরও লিখেছেন, ‘ন্যাশনাল কমিটমেন্ট ছাড়া অন্য কোনও কারণ যদি খেলোয়াড়ের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে নিলামের এক সেকেন্ডও তার জন্য নষ্ট করা উচিত নয়। IPL বিশ্বের সেরা T20 লিগ এবং যাঁরা এটিকে হালকাভাবে নিচ্ছেন তাঁদের মোটেও বিবেচনা করা উচিত নয়।’

Sunil Gavaskar roars against these players participating in IPL auction.

মূলত, অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিসের কারণে এই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিয়ের কারণে তিনি ২০২৬ সালের IPL-এ সীমিত সময়ের জন্য নিজেকে উপলব্ধ ঘোষণা করেছেন। ২০২৫ সালের IPL-এ ইংলিস পাঞ্জাব কিংস দলের অংশ ছিলেন। ফ্র্যাঞ্চাইজি তাঁকে ছেড়ে দিয়েছে। পাঞ্জাব কিংস-এর হেড কোচ রিকি পন্টিং ইংলিসের অনুপস্থিতিকে তাঁকে রিলিজ করার কারণ হিসেবে উল্লেখ করেছেন। এবার ২০২৬ সালের IPL নিলামে অস্ট্রেলিয়ান এই খেলোয়াড়কে দেখা যাবে। ইংলিস নিলামের জন্য নিজেকে রেজিস্টার করেছেন এবং তাঁর বেস প্রাইস হল ২ কোটি টাকা।

আরও পড়ুন: এবারে লক্ষ্য T20 সিরিজ! প্রথম ম্যাচের আগেই টিম ইন্ডিয়ায় যোগ দিলেন শুভমান গিল

ইংলিস ছাড়াও, আরও ৪ জন বিদেশি খেলোয়াড়ও IPL ২০২৬-এর পুরো মরশুমের পরিবর্তে সীমিত সময়ের জন্য নিজেদের উপলব্ধ ঘোষণা করেছেন। এই খেলোয়াড়রা BCCI-কে আগামী মরশুমে কতটা সময় ধরে উপলব্ধ থাকতে পারেন তা জানিয়েছেন। এই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশটন আগার (৬৫ শতাংশ উপলব্ধতা) এবং উইলিয়াম সাদারল্যান্ড (৮০ শতাংশ), নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে (৯৫ শতাংশ) এবং দক্ষিণ আফ্রিকার রিলি রোসো (২০ শতাংশ)।

আরও পড়ুন: IPL ২০২৬-এ বেঙ্গালুরুতে হবে ম্যাচ? BCCI-এর আগে কী জানাল কর্ণাটক সরকার?

জানিয়ে রাখি যে, IPL ২০২৬-এর আগে, আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে নিলাম সম্পন্ন হতে চলেছে। ২০২৩ (দুবাই) এবং ২০২৪ (জেদ্দা)-এর পর টানা তৃতীয়বারের মতো বিদেশে নিলাম সম্পন্ন হবে।