রণক্ষেত্র পূর্ব মেদিনীপুর! রামনবমীর শোভাযাত্রায় আক্রমণ, ইটবৃষ্টি! পাল্টা যা করল BJP, তুলকালাম

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার সারা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হয়েছে রামনবমী (Ram Navami)। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বেরিয়েছিল মিছিল। এর মধ্যে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর। শোভাযাত্রাকে লক্ষ্য করে কিছু দুষ্কৃতি ইট, পাথর ছোঁড়েন বলে অভিযোগ। গুরতর যখন হয়েছেন কমপক্ষে ৪ জন।

জানা যাচ্ছে, গতকাল রাতে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এগরা কলেজের মোড় দিয়ে রামনবমীর একটি শোভাযাত্রা যাচ্ছিল। অভিযোগ, সেই শোভাযাত্রাকে লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়া হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে গিয়েছিল যে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে লাঠিচার্জ করতে বাধ্য হয়।

স্থানীয়দের অভিযোগ, পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাসের সেল ছোঁড়া হয়েছিল। বেশ কয়েকজন আহত হয়েছেন। সেই সঙ্গেই ৪ জন রাম ভক্তকে আটক করা হয়েছে বলে খবর। এই ঘটনা ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি (BJP)। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

আরও পড়ুনঃ মমতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনে কমিশনে BJP, ভোটের আগেই বড় কোনো সিদ্ধান্ত?

তবে জানা যাচ্ছে, এগরা থানার পুলিশের সঙ্গে দেখা করতে গেলে প্রথমে পুলিশের তরফ থেকে বাধাপ্রাপ্ত হন অগ্নিমিত্রা। এরপর বাকবিতণ্ডায় জড়ান মেদিনীপুরের পদ্ম প্রার্থী। শোভাযাত্রায় ইট-পাথর ছোঁড়া দুষ্কৃতিদের আটক না করে, কেন রামভক্তদের আটক করা হল? অবিলম্বে তাঁদের ছাড়ার দাবি নিয়ে সুর চড়ান অগ্নিমিত্রা।

attack on ram navami rally purba medinipur

বিজেপি নেত্রীর নেতৃত্বে রাতভোর বেলদা-কাঁথিজাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বিজেপি কর্মী এবং রামভক্তরা। গতকাল রাত থেকে আজ ভোর ৬টা অবধি বিক্ষোভ চলে। অগ্নিমিত্রা বলেন, ‘প্রায় ২০০ জন জেহাদি মিছিলে আক্রমণ করে পাথর ছুঁড়েছিল। তবে পুলিশের তরফ থেকে তিনজন রামভক্তকে আটক করা হয়। আমায় কিংবা বিজেপির জেলা সভাপতিকে থানায় ঢুকতে দেয়নি’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর