বাংলা হান্ট ডেস্কঃ শুরু হয়ে গেল ২০২৪ লোকসভা নির্বাচন (Loksabha Vote)। আজ প্রথম দফায় বাংলায় ৩ কেন্দ্রে ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট। এরই মধ্যে সাতসকালে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের (CRPF Jawan) অস্বাভাবিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Coochbehar) মাথাভাঙ্গায়। তবে কোনো অশান্তির জেরে মৃত্যু নয়। সূত্রের খবর, হঠাৎ অসুস্থতা থেকেই জওয়ানের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
আর কী জানা যাচ্ছে? মৃত জওয়ানের নাম নীলেশকুমার নীলু (৪২)। বিহারের বাসিন্দা ওই জওয়ান কোচবিহারের মাথাভাঙায় বাইশগুড়ি হাইস্কুলে ডিউটিতে ছিলেন। পুলিশ সূত্রে খবর, এদিন আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিঁনি। নাক-মুখ থেকে রক্ত বের হতে থাকে। পরে ওই জওয়ানকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ভোট শুরুর দিনই জওয়ানের রহস্যমৃত্যু নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ জানতে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ভোট শুরুর আগেই কোচবিহারে তৃণমূল-বিজেপির সংঘর্ষ। বৃহস্পতিবার রাতে দেওচড়াই গ্রাম পঞ্চায়েতে ৮/২৬১ নং বুথে দুই দলের মধ্যে সংঘর্ষে আহত হয় একাধিক। আহতরা বর্তমানে তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ সকালেও কোচবিহার জেনকিন্স স্কুলের বুথে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে উত্তেজনা দেখা যায়। পরে প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ জানিয়ে তার হস্তক্ষেপে পরিস্থিতি সামালে আসে। তবে বিক্ষিপ্ত কিছু ঝামেলার ঘটনা সামনে এলেও বড় কোনও গণ্ডগোলের খবর এখনও পর্যন্ত নেই।
আরও পড়ুন: তিন দিন ভয়ঙ্কর! ৮ জেলায় সতর্কতা জারি, দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি? আবহাওয়ার খবর
আজ কোচবিহারে ভোটের জন্য সবথেকে বেশি ১১২ কোম্পানি ফোর্স আনা হয়েছে। এর পাশাপাশি ৪,৫২০ জন রাজ্য পুলিশও রাখা হয়েছে। পাশাপাশি কোচবিহারে ৪৭টি, আলিপুরদুয়ারে ২৩টি, জলপাইগুড়িতে ১৩টি, শিলিগুড়িতে তিনটি কুইক রেসপন্স টিম রাখা হয়েছে। রাজ্য পুলিশের মোট ১২,৩১০ জন কর্মীও নিযুক্ত রয়েছে। গোটা ঘটনার ওপর নজরদারি চালাচ্ছে কমিশন।