তৃণমূলের থেকে টাকা নিয়ে BJP-কে ভোট দিন! আমজনতাকে ‘পরামর্শ’ মহাগুরু মিঠুনের

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপিতে যোগ দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের রাজনৈতিক গুরু বলেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। রাজনীতিতে তিনি যা যা করেছেন, তাতে তৃণমূল (TMC) নেত্রীর অবদান রয়েছে বলে স্বীকার করে নিয়েছিলেন তিনি। এবার লোকসভা ভোটের আবহে সেই মমতার দলকেই দুর্নীতি কাঁটায় বিঁধলেন অভিনেতা।

বৃহস্পতিবার রায়গঞ্জের ইসলামপুরের সভা থেকে মিঠুনকে ‘গদ্দার’ বলে অভিহিত করেছিলেন মুখ্যমন্ত্রী। গতকালই বিজেপি (BJP) নেতা পাল্টা বলেন, ‘আমি গদ্দার, আমি ভদ্দার, আমি সর্দার’। এদিন দুর্নীতি ইস্যু নিয়ে সুর চড়াতে দেখা গেল তাঁকে।

কালিয়াগঞ্জের সভায় দাঁড়িয়ে মিঠুন প্রশ্ন করেন, ‘আমাদের প্রতিপক্ষ দল কি দুর্নীতিগ্রস্ত?’ ‘কয়লা, বালি, রেশন, গরু পাচার করে?’ উপস্থিত জনতারা জবাব দেব, ‘হ্যাঁ’। এরপরেই সাধারণ মানুষের উদ্দেশে একটি ‘পরামর্শ’ দেন অভিনেতা। ‘মহাগুরু’ বলে কন্যাশ্রী সহ যে প্রকল্পে যা যা টাকা পাচ্ছেন সেটা নিয়ে নিন। এরপর বিজেপিকে ভোট দিন। এবার যদি বিজেপি ৪০০ পার হয়, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুখবর শোনাবেন বলেও জানান মিঠুন।

আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকরাও পাবে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা! ভোট শুরু হতেই বিরাট ঘোষণা মমতার

গতকাল রায়গঞ্জে দাঁড়িয়ে মমতা (Mamata Banerjee) বলেছিলেন, ‘ওঁকে রাজ্যসভার সাংসদ করেছিলাম। তবে ও যে আরও বড় গদ্দার সেটা আমি জানতাম না। উনিও আরএসএস অফিসে গিয়ে মাথা নীচু করে দিয়ে এসেছিল। কেবলমাত্র নিজের ছেলেকে বাঁচানোর জন্য’।

mamata banerjee mithun chakraborty

মিঠুন অবশ্য প্রথম নন, এর আগেও বিজেপির আর এক নেতাকে ‘গদ্দার’ বলে আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিমো। অতীতে একাধিকবার নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেছেন তিনি। গতকাল মিঠুনের নামের পাশে এই তকমা জুড়ে দেন। এবার তার পাল্টা হিসেবেই তৃণমূলকে দুর্নীতি ইস্যুতে একহাত নিলেন মহাগুরু।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর