ভারতীয়রা বয়কট করতেই উধাও ৪০% পর্যটক! ড্যামেজ কন্ট্রোলে এই দেশের শরণাপন্ন মলদ্বীপ

বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) সাথে মলদ্বীপের (Maldives) বিতর্কের আবহে বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে ওই দ্বীপরাষ্ট্র। একটা সময়ে মলদ্বীপে প্রচুর সংখ্যক ভারতীয় বেড়াতে যেতেন। কিন্তু এখন সেই চিত্রটা অনেকটাই পাল্টেছে। সম্প্রতি একটি পরিসংখ্যান সামনে এসেছে। যেখানে এই বিষয়টি রীতিমতো স্পষ্ট হয়েছে। ২০২৩ সালের একই সময়ের তথ্যের তুলনায় ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ সময়কালে ভারত থেকে মলদ্বীপে পর্যটকদের সংখ্যা প্রায় ৪০ শতাংশ কমেছে। অপরদিকে, চিন থেকে আগত মোট পর্যটকের সংখ্যা বেড়েছে ২০০ শতাংশ। মলদ্বীপের পর্যটন মন্ত্রক সম্প্রতি ওই দেশে পর্যটক আগমনের মাসিক রিপোর্ট প্রকাশ করেছে।

রিপোর্টে প্রকাশ করা হয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ৫৬,২০৮ জন ভারতীয় পর্যটক মলদ্বীপে গিয়েছিলেন। এই সংখ্যাটি ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ৩৪,৮৪৭-এ নেমে এসেছে। যেটি ২০২৩ থেকে প্রায় ৩৮ শতাংশ কমেছে। এদিকে, চিন থেকে ১৭,৬৯১ জন পর্যটক ২০২৩ সালের জানুয়ারি-মার্চের মধ্যে মলদ্বীপে গিয়েছিলেন। তবে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে এই সংখ্যা বেড়ে ৬৭,৩৯৯-এ দাঁড়িয়েছে। অর্থাৎ, এই পরিসংখ্যানে ২৮১ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

40 percent drop in number of Indian tourists in Maldives.

এদিকে সর্বশেষ তথ্য অনুসারে, মলদ্বীপের পর্যটনের জন্য শীর্ষ ১০ টি বাজারের মধ্যে ভারত ষষ্ঠ স্থানে রয়েছে। যেখানে চিন ১১ শতাংশ দখলের মাধ্যমে রয়েছে প্রথম স্থানে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, মলদ্বীপের পর্যটন পরিসংখ্যানে ভারত একসময় উল্লেখযোগ্য এবং শীর্ষস্থানীয় অবদানকারী হিসেবে বিবেচিত হত। ২০২৩ সালের জানুয়ারি-নভেম্বরে ন্যাশনালিটির ভিত্তিতে মলদ্বীপে পর্যটকদের আগমনের পরিসংখ্যানে ভারতীয়রা রাশিয়ার পরে দ্বিতীয় স্থানে ছিল।

আরও পড়ুন: নীল, সাদা থেকে গেরুয়া! ভোটের আবহে বদলে গেল প্রসার ভারতীর রং! দেশজুড়ে নয়া বিতর্ক

এমতাবস্থায়, গত বছরের ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপের পর্যটন বাজারে ভারতের আধিপত্য ছিল। কিন্তু, এই বছরের ২ জানুয়ারি থেকে এই অবস্থানের পরিবর্তন হতে থাকে। সেই সময়ে মলদ্বীপের পর্যটন বাজারের বেশিরভাগ অংশীদারিত্ব রয়েছে এমন শীর্ষ ১০ টি দেশের মধ্যে ভারত তৃতীয় স্থানে ছিল। তবে, ভারতের র‌্যাঙ্ক ২১ জানুয়ারি পঞ্চম এবং তারপর ৩ মার্চ ষষ্ঠ স্থানে নেমে আসে। তখন থেকে চিন ধারাবাহিকভাবে ওই তালিকায় দশম স্থান থেকে প্রথম স্থানে উঠে এসেছে।

আরও পড়ুন: MI-র সাথে বাড়ছে দূরত্ব? কেন টিম হোটেলে থাকছেন না রোহিত? নিজেই জানালেন হিটম্যান

ভারত-মলদ্বীপ বিতর্ক: উল্লেখ্য যে, এই বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন লাক্ষাদ্বীপকে পর্যটন গন্তব্য হিসেবে প্রচার করার চেষ্টা করেছিলেন সেই সময় থেকেই মলদ্বীপের কয়েকজন মন্ত্রীর নেতিবাচক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত-মলদ্বীপ বিতর্কের তৈরি হয়। তারপরে মলদ্বীপের প্রেসিডেন্ট তথা চিনপন্থী মোহাম্মদ মুইজ্জু দ্বীপরাষ্ট্রে অবস্থানরত ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়টি সামনে আনেন। আর এই সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতেই মলদ্বীপে ভারতীয় পর্যটকদের সংখ্যাও কমতে থাকে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর