রাতারাতি এক ধাক্কায় কমে গেল রুপোর দাম, সোনা কত হল? আজকের রেট

Published on:

Published on:

gold price(40)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সঞ্চয় হোক বা গহনা, সোনা (Gold Price) বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। চলতি বছরের শুরু থেকেই উর্দ্ধমুখী হলুদ ধাতু। মাঝে মাঝে দাম সামান্য নামলেও তা মধ্যবিত্তের নাগালের বাইরে। বছর শেষে এসেও স্বস্তি নেই। লাফিয়ে বাড়ছে সোনার দাম। এদিনও একই ট্রেন্ড।

কেনার পরিকল্পনা থাকুক বা না থাকুক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ ১৪ ডিসেম্বর সোনার দাম কত হল? ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে? রুপোর রেট কি আছে? জেনে নিন সম্পূর্ণ আপডেট।

এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

লাগাতার বাড়ছে সোনার দাম। শনিবারের পর রবিতেও স্বস্তি নেই। আজ ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২৬৪০ টাকা। প্রতি ১ গ্রামের দাম বেড়েছে ৯০ টাকা করে। আর ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২৬৪০০ টাকা। রাতারাতি দাম বেড়েছে ৯০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১২৬৪০০০ টাকা।

রবিবার ২৪ ক্যারাট সোনার দামও বেড়েছে কিছুটা। এদিন এক গ্রামের দাম হয়েছে ১৩২৯৫ টাকা। ৯০ টাকা দাম বেড়েছে গতকালের তুলনায়। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৩২৯৫০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০ গ্রাম সোনার ক্ষেত্রে দাম বেড়েছে ৯০০ টাকা বাড়ল রাতারাতি।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

gold price(32)

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। শেষে এসেও একই ধারা। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই।

আসছে বছর সোনার রেকর্ড দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের। উল্লেখ্য, রিপোর্ট বলছে, চলতি বছর এখন পর্যন্ত দেশীয় বাজারে সোনার দাম ৬৭% বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা বলছেন আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে সোনার দাম আরও ৫% – ১৬% বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: DA মেটান, আনতে হবে নয়া পে কমিশনও! এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বড় পদক্ষেপ সরকারি কর্মীদের

রুপোর দাম

রুপোর দামও যদিও এদিন কিছুটা স্বস্তি মিলেছে। রুপোলি ধাতুও প্রায় দু লক্ষ ছুঁইছুঁই। চলতি বছর সোনাকে টেক্কা দিয়ে লাফিয়ে বেড়ে চলেছে রুপোলি ধাতুর দাম। শনিবার ১০০ গ্রাম রুপোর দাম ছিল ১৯৪২০ টাকা। এদিন তা কমে হয়েছে ১৮৯৮০ টাকা। একদিনে দাম ৪৪০ টাকা কমেছে। আর ১ কেজি রুপোর দাম হয়েছে, ১৮৯৮০০ টাকা।