বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনও রকম ভুল বা অসঙ্গতি রাখতে রাজি নয় স্কুল সার্ভিস কমিশন (SSC)। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে কড়া তথ্য যাচাই চালিয়ে বড় সিদ্ধান্ত নিল কমিশন। ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ভুল তথ্যের অভিযোগে ১৩২৭ জন প্রার্থীর নাম নিয়োগ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে চাকরিপ্রার্থী মহলে।
কী জানানো হয়েছে কমিশনের (SSC) তরফে?
কমিশনের (SSC) তরফে জানানো হয়েছে, মোট ৩৫টি বিষয়ে ইন্টারভিউ সংক্রান্ত ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করার পরই এই ছবি সামনে আসে। যাচাইয়ে দেখা গিয়েছে, বহু প্রার্থী শিক্ষকতার অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে ভুল বা অসঙ্গত তথ্য জমা দিয়েছিলেন। সেই কারণেই ১৩২৭ জনের নাম নিয়োগ প্রক্রিয়া থেকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি (SSC)। কমিশনের লক্ষ্য, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যেই পুরো ইন্টারভিউ পর্ব শেষ করা। তার আগেই কোন প্রার্থীর নাম কেন বাতিল করা হয়েছে, তা স্পষ্ট করে কারণ-সহ একটি চূড়ান্ত তালিকাও প্রকাশ করা হয়েছে।
এসএসসি (SSC) জানিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় বেশিরভাগ যোগ্য প্রার্থীই ইন্টারভিউয়ের সুযোগ পেয়েছেন। একাদশ-দ্বাদশ এবং নবম-দশম, এই দুই নিয়োগ মিলিয়ে আবেদন করা যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের প্রায় ৯৫ শতাংশকে ইন্টারভিউতে ডাকা হয়েছে। তবে সবাই সেই সুযোগ পাননি। কমিশন সূত্রে খবর, যোগ্য চাকরিহারাদের মধ্য থেকে আবেদনকারী প্রায় ৮০০ জন প্রার্থী ইন্টারভিউয়ের ডাক পাননি। যাচাই প্রক্রিয়াতেই তাঁদের নাম বাদ পড়েছে।

আরও পড়ুনঃ খসড়া ভোটার তালিকার পরেই শুনানি, CCTV বসানোর কথা ভাবছে নির্বাচন কমিশন
একাদশ-দ্বাদশ ও নবম-দশম, এই দুই শিক্ষক নিয়োগে কারা কারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন, সেই তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করার কাজ চলছে এসএসসি-র (SSC) অন্দরে। সেই তালিকা তৈরির সময়ই এই পরিসংখ্যান সামনে এসেছে বলে জানা গিয়েছে।












