বাংলা হান্ট ডেস্ক : স্বাস্থ্য বিমা (Health Insurance) নিয়ে বিরাট আপডেট। থাকলনা আর বয়সের বাধা। এবার থেকে বয়স্ক মানুষরাও কিনতে পারবেন স্বাস্থ্য বিমা। কারণ এবার থেকে ৬৫ বছরের ঊর্ধ্বেও বিমা কেনা যাবে। মিলবে জটিল রোগের কভারেজও। সম্প্রতি এমনটাই ঘোষণা করা হয়েছে ইন্সুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথারিটি অব ইন্ডিয়ার তরফ থেকে।
এইদিন আইআরডিএআই (IRDAI) জানিয়েছে, ইতিপূর্বে ৬৫ বছর বয়স অবধিই বিমা কেনার স্কিম লাগু ছিল। তবে এবার সেই বিধিনিষেধ আর রইলনা। এবার থেকে ৬৫ উর্ধ্বরাও করাতে পারবেন বিমা। সেই সাথে বিমা কোম্পানিগুলি জটিল বা দুরারোগ্য ব্যাধির কভারেজও দিতে বাধ্য বলে জানিয়েছে IRDAI।
সংস্থাটি জানিয়েছে, এবার থেকে বিমাকারীর বয়সের কারণ দেখিয়ে কাউকে স্বাস্থ্য বিমা থেকে বঞ্চিত করতে পারবে না। প্রয়োজনে প্রবীণ নাগরিক, পড়ুয়া এবং গর্ভবতীদের জন্য আলাদা আলাদা বিমা পরিকল্পনা আনা যেতে পারে। তবে কোনও পরিস্থিতিতেই দেশের সাধারণ মানুষকে স্বাস্থ্য বিমা থেকে বঞ্চিত করা যাবেনা।
আরও পড়ুন : ঠোঁটে ভেফিকুইক, কাটা ঘায়ে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে নির্যাতন! লাভ জিহাদের ভয়ঙ্কর পরিণতি মধ্যপ্রদেশে
উল্লেখ্য যে, বয়সের নিয়ম বিধি পরিবর্তন করার পাশাপাশি আরও একটি নিয়মে বদল এনেছে বিমা সংস্থাগুলি। একাধিক জটিল এবং দুরারোগ্য রোগের ক্ষেত্রেও বিমা কভারেজ দিতে হবে। ক্যান্সার, হার্ট ফেইলিওর, রেনাল ফেলিওর কিংবা এইডসে আক্রান্তদের বিমা করাতে দিতে হবে। এখানে বলে রাখা ভালো যে, পূর্বে এইসব দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে বিমা কভারেজ দেওয়া হতনা।
আরও পড়ুন : রাতেই সেলে ছুটলেন চিকিৎসকরা, চরম অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক, নাক দিয়ে পড়ছে রক্ত
সেই সাথে স্বাস্থ্য বিমার ওয়েটিং পিরিয়ডও কমিয়ে আনা হয়েছে। আর আগের মত ৪ বছর অবধি অপেক্ষা করতে হবেনা। তিন বছর বরং থেকেই মিলবে বিমান কভারেজ। সেক্ষেত্রে আপনি যদি কোনও রোগে ভুগছেন তাহলে আগে থেকেই তার বিবরণ বিমায় অন্তর্ভুক্ত করতে হবে।