‘নেতাদের চোর আর চোরদের নেতা বানিয়েছেন মমতা’! নিয়োগ দুর্নীতির রায় ঘোষণার দিন বোমা ফাটালেন দিলীপ

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের মাঝে ফের একবার দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী। ‘এতদিন বাঘিনী, ভোট হয়ে গেলেই বিড়াল হয়ে মেউ মেউ’, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করে এই মন্তব্য করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি (BJP) প্রার্থী। অন্যান্য দিনের মতো সোমবার সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ। এরপর যোগ দেন চায় পে চর্চা কর্মসূচিতে। সেখান থেকেই তৃণমূল নেত্রীকে নিশানা করেন তিনি।

আজ পূর্ব বর্ধমানের মির্জাপুর মাঠে প্রাতঃভ্রমণের জন্য গিয়েছিলেন দিলীপ। এরপর সেখান থেকে দেওয়ানদিঘীর মোড়ে চায় পে চর্চা কর্মসূচিতে যোগ দেন। সেখান থেকেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিজেপি নেতা। বলেন, ‘ভোট হয়ে গেলেই উনি নিশানা হন। এতদিন বাঘিনী ছিলেন, কিন্তু এখন বিড়াল হয়ে গিয়েছেন। কোনোভাবেই রেহাই পাবেন না। যা কর্ম করেছেন সেটার ফল ভোগ করতেই হবে। নেতাদের চোর আর চোরদের নেতা বানিয়েছেন। নির্বাচন যত এগিয়ে আছে ততই পরাজয়ের ভয়ে হিংস্র হয়ে উঠছে তৃণমূল’।

মমতার পাশাপাশি এদিন তৃণমূলের (TMC) সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়েও সরব হন দিলীপ। ‘তৃণমূল সেনাপতি’র বিজেপিকে দু’নম্বরি দল বলার প্রেক্ষিতে বিজেপি নেতা বলেন, ‘উনি কি একমাত্র ভদ্রলোক? যার বাড়ির বউ থেকে শুরু করে চাকরবাকর হয়ে কুকুর, সবাইকে ইডি ডাকছে। সোনা নিয়ে যাচ্ছে, রাস্তায় সবাই চোর চোর বলছে। ওঁর চোদ্দপুরুষ চোর। ওনার জন্য আজ মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হচ্ছে’।

আরও পড়ুনঃ চাকরি বাতিলের রায় সম্পূর্ণ ভুল! ‘নিশ্চিন্তে থাকুন’! চাকরিহারাদের উদ্দেশে বিরাট বার্তা তৃণমূলের কল্যাণের

সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের রায়দান প্রসঙ্গেও মন্তব্য করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। দিলীপ বলেন, ‘এই রাজ্যের মানুষ আদালত আর কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে থাকেন। কেন্দ্রীয় সরকার উন্নয়ন করবে আর আদালত ন্যায় বিচার করবে। এই সরকার কিছু করে না’।

Dilip Ghosh attacks Mamata Banerjee

এদিন প্রধানমন্ত্রীর বিমানে চড়া নিয়ে আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার মন্তব্য প্রসঙ্গেও সুর চড়াতে দেখা যায় দিলীপকে। তিনি বলেন, ‘কারোর বাবার টাকায় চড়েছেন নাকি? ১৪০ কোটির দেশের প্রধানমন্ত্রী, ওনার তো বাইডেনের থেকেই দামি বিমানে চাপা উচিত। আমরা ভিখারি দল নই, আমাদের দেশ ভিখারি নয়’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর