প্রতিটি ম্যাচেই খাচ্ছেন মার! সমালোচনায় বিদ্ধ হয়ে স্টার্ককে নিয়ে মুখ খুললেন KKR-এর CEO, জানালেন….

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League)-এর শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। কারণ, মেগা নিলামে ২৪.৭৫ কোটি টাকা খরচ করে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল KKR (Kolkata Knight Riders)। এমতাবস্থায়, ওই খেলোয়াড়ের পারফরম্যান্সের ওপর স্বাভাবিকভাবেই বিশেষ নজর রয়েছে প্রত্যেকের। কিন্তু, ২০২৪-এর IPL-এ এখনও পর্যন্ত স্টার্কের যা পারফরম্যান্স তা মোটেও সন্তোষজনক নয়।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, শুধুমাত্র প্রথম দু’টি ম্যাচেই মিচেল স্টার্ক ৮ ওভার বল করে ১০০ রানের ওপর দিয়ে ফেললেও হাসিল করতে পারেননি একটিও উইকেট। এমনকি, গত রবিবার RCB-র বিরুদ্ধে চলা ম্যাচেও খুব একটা ছন্দে ছিলেন না তিনি। ওই ম্যাচে স্টার্ক ৩ ওভার বল করেই দিয়ে ফেলেন ৫৫ রান। শুধু তাই নয়, একদম শেষ ওভারে করণ শর্মার কাছ থেকেও ৪ বলে ৩ টি ছক্কা খেয়ে যান তিনি। তবে শেষ পর্যন্ত তিনি করণের উইকেটটি নিতে সফল হলেও সামগ্রিক পারফরম্যান্সের বিচারে সমালোচনাতে ক্রমশ বিদ্ধ হচ্ছেন স্টার্ক।

পাশাপাশি, KKR-এর এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে স্টার্ককে দলে নেওয়ার পরিপ্রেক্ষিতেও উচ্চ প্রশ্ন। অনেকেই স্পষ্ট জানাচ্ছেন যে, মিচেল স্টার্ককে এত টাকা খরচ করে দলে নেওয়ার বিষয়টি হল অত্যন্ত খারাপ “বিনিয়োগ”। যদিও এবার এহেন জল্পনার আবহেই মুখ খুললেন স্বয়ং KKR-এর CEO ভেঙ্কি মাইসোর। এছাড়াও, স্টার্কের পাশে দাঁড়িয়ে তিনি জানালেন তাঁর মতামত। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

KKR CEO opened up about Starc after being criticized.
ভেঙ্কি মাইসোর

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত সোমবার কলকাতার আরসিজিসিতে অনুষ্ঠিত হওয়া এক অনুষ্ঠানে উপস্থিত হন KKR-এর বেশকিছু ক্রিকেটার। সেখানেই উপস্থিত ছিলেন ভেঙ্কি মাইসোরও। এমতাবস্থায়, নাইটদের গল্ফের ইভেন্ট শুরুর আগে স্টার্কের বিষয়ে তিনি জানান, “মিচেল স্টার্ক হল একজন সুপারস্টার। ও একজন কোয়ালিটি ক্রিকেটারও বটে। আমরা ওর জন্য যে টাকাটা খরচ করেছি সেটাকে বিনিয়োগ বলে ভাবছিই না। আমরা নিলামে যাই ভালো ক্রিকেটারদের দলে নেওয়ায় জন্য। নিলামে অনেক কিছুই ঘটে।”

আরও পড়ুন: গরমের ছুটিতে দিঘা যাওয়ার আগে জানুন এই নিয়ম! অন্যথায় মিলবে না হোটেল, পড়বেন বড় বিপদে

পাশাপাশি তিনি এটাও বলেন যে, “সবকিছুকে বিনিয়োগের পরিপ্রেক্ষিতে বিচার করলে চলবে না। ওখানে যা যা ঘটনা ঘটে তা কোনো সময়েই ক্রিকেটারের হাতে থাকে না। বরং, বলা যায় বিষয়টি কারুর হাতেই থাকে না। ফলে সরাসরি ক্রিকেটারদেরকে দোষারোপ করাটা মোটেও ঠিক নয়।”

আরও পড়ুন: লোকসভা ভোটই খুলে দেবে কপাল! ৯ লক্ষ চাকরির সুযোগ, কারা পাবেন?

ভেঙ্কি জানান, “আমরা মনে করেছিলাম যে, স্টার্কের মতন একজন ক্রিকেটারকে আমাদের দলে নিলে তা দলের জন্য ভালো হবে। কারণ, ও দলে ভ্যালু যোগ করবে। আর সেটা অবশ্যই হয়েছে। আমি এটা মনে করি যে, টিমের প্রথম একাদশে ওর উপস্থিতিই একটা আলাদা ডায়নামিক যোগ করে। এছাড়া, নির্দিষ্ট স্কিলের একজন ক্রিকেটারকে আমাদের সাপোর্ট স্টাফরাও চাইছিল। তাই, স্টার্ককে দলে নিয়ে আমরা সেটা পূরণ করতে পেরেছি বলেই মনে করি।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর