বাংলা হান্ট ডেস্কঃ ট্রেন (Indian Railway) যাত্রায় এবার থেকে আর ইচ্ছেমতো মালপত্র নিয়ে ওঠা যাবে না। লাগেজের ওজন যদি নির্দিষ্ট সীমার বেশি হয়, তাহলে যাত্রীদের অতিরিক্ত টাকা দিতে হবে। সম্প্রতি এই বিষয়টি লোকসভায় স্পষ্ট করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
রেলেও (Indian Railways) লাগেজ নিয়ে নির্দিষ্ট নিয়ম আছে, জানালেন রেলমন্ত্রী
লোকসভায় সাংসদ ভেমিরেড্ডি প্রভাকর রেড্ডির প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী জানান, বিমানবন্দরের মতোই রেলেও (Indian Railways) লাগেজ নিয়ে নির্দিষ্ট নিয়ম আগে থেকেই চালু রয়েছে। প্রতিটি কোচ বা ক্লাস অনুযায়ী যাত্রীরা কতটা ওজনের মালপত্র সঙ্গে নিতে পারবেন, তার আলাদা সীমা নির্ধারিত আছে। সেই সীমা ছাড়ালেই অতিরিক্ত চার্জ দিতে হবে। রেলমন্ত্রী এই প্রসঙ্গে জানান, সাধারণভাবে ৩৫ কেজির বেশি ওজনের লাগেজ নিয়ে ট্রেনে উঠলে অতিরিক্ত ফি প্রযোজ্য হবে। তবে কোন কোচে কতটা লাগেজ নেওয়া যাবে, তা নির্ভর করছে যাত্রীর শ্রেণির উপর।
কোন কোচে কত কেজি লাগেজ নিয়ে উঠতে পারেন যাত্রীরা?
রেলের (Indian Railways) নিয়ম অনুযায়ী, সেকেন্ড ক্লাস কোচে যাত্রীরা সর্বাধিক ৩৫ কেজি ওজনের লাগেজ সঙ্গে নিতে পারেন। স্লিপার ক্লাসে এই সীমা ৪০ কেজি। এসি-৩ কোচেও সর্বাধিক ৪০ কেজি পর্যন্ত মালপত্র নেওয়ার অনুমতি রয়েছে। এসি-২ কোচে যাত্রীরা ৫০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন। আর এসি-১ কোচে সর্বাধিক ৭০ কেজি ওজনের মালপত্র নিয়ে ওঠার অনুমতি দেওয়া হয়। তবে, যদি কোনও যাত্রী নির্ধারিত সীমার বেশি লাগেজ নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আগাম বুকিং করার সুযোগ রয়েছে। তবে তার জন্য লাগেজ রেটের দেড় গুণ ফি দিতে হবে বলে জানিয়েছে রেল।

আরও পড়ুনঃ ‘আমিই বলির পাঁঠা!’ দলের সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভ দাপুটে TMC নেতার, ভোটের আগে তোলপাড় কাণ্ড
এছাড়াও ট্রাঙ্ক, স্যুটকেস বা বড় বক্স যাত্রীরা লাগেজ হিসেবে নিতে পারেন। কিন্তু সেই লাগেজের আয়তন যদি নির্দিষ্ট সীমার বেশি হয়, তাহলে তা যাত্রী কম্পার্টমেন্টে নিয়ে যাওয়া যাবে না। সেক্ষেত্রে পার্সেল ভ্যানে পাঠাতে হবে। সব মিলিয়ে, ট্রেনে যাত্রার আগে লাগেজের ওজন ও আকার নিয়ে আরও সচেতন হতে হবে যাত্রীদের। নিয়ম না মানলে বাড়তি খরচ যে করতেই হবে, তা স্পষ্ট করে জানিয়ে দিল ভারতীয় রেল (Indian Railways)।












