বাংলা হান্ট ডেস্ক: চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর টিম ইন্ডিয়া সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল। সেই জয়ের ঠিক ৮১ দিন পর ওই একই মাঠে, টিম ইন্ডিয়ার সামনে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে আরেকটি এশিয়া কাপ ট্রফি (U19 Asia Cup 2025) জয়ের সুযোগ এসেছে। এমনকি, আয়ুষ মাত্রের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ফাইনালে ফের পাকিস্তানের মুখোমুখি হতে পারে। কারণ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (U19 Asia Cup 2025) ফাইনালে ফের মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান:
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালের জন্য লাইন-আপ: ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালের জন্য লাইন-আপ চূড়ান্ত হয়েছে। যেখানে প্রথম সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। এদিকে, টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ পাকিস্তানের মুখোমুখি হবে। ২ টি সেমিফাইনাল ম্যাচই আগামী ১৯ ডিসেম্বর সম্পন্ন হবে।

ফাইনালে ভারত ও পাকিস্তান কীভাবে মুখোমুখি হতে পারে: বর্তমানে গ্রুপের শীর্ষে থাকা ভারত যদি শ্রীলঙ্কাকে হারায় এবং অন্য সেমিফাইনালে পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে জয়লাভ করে, সেক্ষেত্রে আগামী রবিবারেই সেই হাইভোল্টেজ ম্যাচ হতে পারে। কারণ, ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি আগামী ২১ ডিসেম্বর অর্থাৎ রবিবার সম্পন্ন হবে। অর্থাৎ, ভারত ও পাকিস্তান সেমিফাইনালে জয়লাভ করলে ফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: কাগজ খুলতেই চমক! পড়ুয়ার বাবার উপহারে শিক্ষিকা মুগ্ধ, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও
২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত ও পাকিস্তান কতবার মুখোমুখি হবে: ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত ও পাকিস্তান মুখোমুখি হলে, এটি হবে এক সপ্তাহের মধ্যে এই টুর্নামেন্টে তাদের দ্বিতীয় মুখোমুখি ম্যাচ। ২ টি দল এর আগে গত ১৪ ডিসেম্বর গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ভারত পাকিস্তানকে ৯০ রানে পরাজিত করে। ওই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৪৬.১ ওভারে ২৪০ রানে অলআউট হয়। ভারতের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন অ্যারন জর্জ। অন্যদিকে কনিষ্ক চৌহান ৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
আরও পড়ুন: দামি ক্রিম নয়, এই ঘরোয়া টোটকায় শীতেও পা থাকবে নরম…
যার জবাবে, ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ১৫০ রানেই অলআউট হয়ে যায়। ভারতের হয়ে কনিষ্ক চৌহান এবং দীপেশ দেবেন্দ্রন ৩ টি করে উইকেট নেন। এছাড়াও, কিষাণ সিং নেন ২ টি উইকেট, অন্যদিকে বৈভব সূর্যবংশীও ১ টি উইকেট নেন।












