মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলায় কলকাতা হাইকোর্টে ৩টি জনস্বার্থ মামলা, শুনানি সোমবার

Published on:

Published on:

Calcutta High Court to hear PILs on Messi event chaos
Follow

বাংলা হান্ট ডেস্কঃ গত ১৩ ডিসেম্বর সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে ঘটে যাওয়া বিশৃঙ্খলার ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) তিনটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। দায়ের হওয়া তিনটি জনস্বার্থ মামলা বৃহস্পতিবার ওঠে আদালতে। মামলাগুলির সম্ভাব্য শুনানি আগামী সোমবার হতে পারে বলে জানানো হয়েছে।

যুবভারতী মামলায় রাজ্যের হয় হাই কোর্টে (Calcutta High Court) সওয়ালের আবেদন জানান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলাগুলি ওঠে। এই মামলাগুলিতে রাজ্যের হয়ে সওয়াল করার অনুমতি চেয়ে তাঁর জুনিয়র আইনজীবীর মাধ্যমে আবেদন জানান প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও এ দিন তিনি নিজে আদালতে উপস্থিত ছিলেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা সেই আবেদনে সাড়া দেয় আদালত। জানানো হয়, আগামী সোমবার মামলাগুলির সম্ভাব্য শুনানি হতে পারে।

তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলায় সওয়াল করতে পারবেন কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন মামলাকারীরা। তাঁদের দাবি, ঘটনার দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই মাঠে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। এই বিষয়টি নিয়ে আগামী সোমবার শুনানি হবে বলে আশ্বাস দিয়েছে আদালত (Calcutta High Court)।

উল্লেখ্য, এই তিনটি জনস্বার্থ মামলার মধ্যে একটি করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্য একটি মামলার আবেদনকারী মৈনাক ঘোষাল। তাঁর আবেদনে দাবি করা হয়েছে, যে সমস্ত দর্শক মোটা টাকা খরচ করে টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি, তাঁদের টাকা ফেরত দিতে হবে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আবেদনও জানানো হয়েছে। তৃতীয় জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তাঁর মামলায় বলা হয়েছে, রাজ্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে যে তদন্ত কমিটি গঠন করেছে, সেই এক্তিয়ার রাজ্য সরকারের নেই।

Lionel Messi No-Show Triggers Massive Damage at Yuva Bharati

আরও পড়ুনঃ বাবরি মসজিদ নিয়ে বিরাট স্বস্তিতে হুমায়ুন! মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট

এখন সব মিলিয়ে সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে মেসির অনুষ্ঠান ঘিরে হওয়া বিশৃঙ্খলার বিষয়টি নিয়ে নজর রয়েছে কলকাতা হাই কোর্টের দিকে (Calcutta High Court)। আগামী সোমবারের শুনানিতেই পরিষ্কার হতে পারে মামলাগুলির ভবিষ্যৎ।