কুয়াশার কারণে চতুর্থ T20 ম্যাচ বাতিল হতেই ভুল বুঝতে পারল BCCI? এবার নেওয়া হবে বড় পদক্ষেপ

Published on:

Published on:

BCCI takes big step after T20 match cancelled due to fog.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ঘন কুয়াশার কারণে গত বুধবার লখনউতে সম্পন্ন হতে চলা ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চতুর্থ T20 ম্যাচটি বাতিল করা হয়। যার ফলে অটল বিহারী স্টেডিয়ামে উপস্থিত হওয়া হাজার হাজার অনুরাগী হতাশ হয়ে পড়েন। এমতাবস্থায়, BCCI এই বিষয়ে তাদের প্রথম প্রতিক্রিয়া জানিয়েছে। সোজা কথায়, BCCI পরোক্ষভাবে তাদের ভুল স্বীকার করেছে। ইতিমধ্যেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে BCCI-এর সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন,
‘আগামী সময়ে, উত্তর ভারতের আবহাওয়ার কথা মাথায় রেখে আমরা টুর্নামেন্ট বা সিরিজের জন্য ম্যাচের সময়সূচি নির্ধারণের ওপর মনোযোগ দেব।’ এদিকে, লখনউ T20 বাতিল হওয়ায় অনুরাগীরা ক্ষুব্ধ হয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত BCCI সমালোচিত হচ্ছে।

সমালোচনার সম্মুখীন BCCI:

কী জানিয়েছেন রাজীব শুক্লা: ANI-এর সঙ্গে কথা বলতে গিয়ে রাজীব শুক্লা স্বীকার করেছেন যে, লখনউ টি-টোয়েন্টি বাতিল হওয়ায় ভক্তরা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। তবে, তিনি আশ্বস্ত করেছেন যে BCCI এখন টিম ইন্ডিয়ার ম্যাচের সময়সূচি পর্যালোচনা করবে। এদিকে, আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত ম্যাচগুলি উত্তর ভারতের পরিবর্তে হয়তো পশ্চিম ভারতে অথবা দক্ষিণ ভারতে সম্পন্ন হবে। জানিয়ে রাখি যে, এই সময় উত্তর ভারতে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয় এবং কুয়াশার কারণে প্রায়শই দৃশ্যমানতা কম থাকে। এদিকে, ক্রমবর্ধমান দূষণও এক্ষেত্রে সমস্যা সৃষ্টি করেছে।

রাজীব শুক্লা জানিয়েছেন, “কুয়াশার কারণে ম্যাচটি বাতিল করতে হয়েছিল। অনুরাগীদের ক্ষুব্ধ ছিলেন। আমাদের ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ম্যাচের সময়সূচি পুনর্বিবেচনা করতে হবে। উত্তর ভারতের পরিবর্তে পশ্চিম ভারত অথবা দক্ষিণ ভারতে ম্যাচ স্থানান্তরের বিষয়ে আমরা আলোচনা করব।’ এদিকে, কুয়াশার কারণে ঘরোয়া ম্যাচগুলিও প্রভাবিত হয়েছে। এটিও একটি গুরুতর সমস্যা বলে বিবেচিত বলেছেন তিনি।

আরও পড়ুন: ডিসেম্বরেই ক্রিকেটে ফের ভারত-পাক ফাইনালের সম্ভাবনা! এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে অনুরাগীরা

অনুরাগীরা কেন তাঁদের পুরো টাকা ফেরত পাবেন না: আসলে, BCCI-কে T20 সিরিজের সময়সূচি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঘোষণা করতে হতো। সবথেকে আশ্চর্যের বিষয় হল, এই ম্যাচ বাতিল হয়ে গেলেও দর্শকরা তাঁদের পুরো টাকা ফেরত পাবেন না। এক্ষেত্রে বুকিং ফি কেটে নেওয়ার পরই তাঁরা টাকা ফেরত পাবেন।

আরও পড়ুন: কাগজ খুলতেই চমক! পড়ুয়ার বাবার উপহারে শিক্ষিকা মুগ্ধ, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও

ম্যাচ বাতিল হওয়ায় প্রভাবিত টিম ইন্ডিয়া: জানিয়ে রাখি যে, লখনউতে ম্যাচ বাতিল হওয়ায় টিম ইন্ডিয়া যথেষ্ট প্রভাবিত হয়েছে। বর্তমানে ভারতীয় দল এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এমতাবস্থায়, লখনউতে ম্যাচটি জিতলে ভারতীয় দল সিরিজ জিতত। এদিকে, হেরে গেলেও সিরিজ জেতার আরেকটি সুযোগ থাকত। কিন্তু এখন T20 সিরিজ জিততে হলে, টিম ইন্ডিয়াকে যেকোনও মূল্যে পঞ্চম T20 ম্যাচটি জিততে হবে। ওই ম্যাচটি আহমেদাবাদে সম্পন্ন হবে।