বাংলা হান্ট ডেস্ক: ফের গরম বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তাপমাত্রা উর্দ্ধমুখী। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বড়দিনের আগে জাঁকিয়ে শীত পড়বে না। অর্থাৎ ২৫ ডিসেম্বরের আগে হাড় কাঁপানো শীতের চিহ্ন থাকবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ফের কবে পারদ পতন? জানাল হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা নামতে থাকলেও মাঝে এসে ফের খানিকটা তাপমাত্রা উঠেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী সাতদিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড়সড় হেরফের হবে না। উল্টে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে কিছু জায়গায়। বৃহস্পতিবার ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার তাপমাত্রা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর–পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে। দিনের বেলা জলীয় বাষ্পপূর্ণ বাতাস সম্পূর্ণ বিপরীত দিক থেকে ঢুকছে। উত্তুরে হাওয়া ওই পুবালি বাতাসকে বাধা না দিতে পারছে না। আর চড়ছে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব না কাটলে তাপমাত্রা সেভাবে নামবে না।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা কুয়াশা থাকবে। তবে ঘন কুয়াশার ঘন সতর্কবার্তা নেই। বেলা বাড়তে আকাশ পরিষ্কার হয়ে যাবে। মূলত দিনভর পরিষ্কার আকাশ থাকবে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তার নিচে নামবে না।

আরও পড়ুন: ডিসেম্বরেই ক্রিকেটে ফের ভারত-পাক ফাইনালের সম্ভাবনা! এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে অনুরাগীরা
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কুয়াশার দাপটে দৃশ্যমানতা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সতর্কতা নেই কোথাও। আগামী সাতদিন তাপমাত্রার বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই।












