বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশজুড়ে (India) তীব্র গরমে নাজেহাল সবাই। এই সময়টাতে বৃদ্ধি পায় বিদ্যুতের ব্যবহার। কিন্তু, এবার জানা গিয়েছে যে, আগামী মাসের শুরু থেকেই বাড়তে চলেছে বিদ্যুতের দাম। যার জেরে প্রভাবিত হবেন ৩০ লক্ষ গ্রাহক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ১ মে থেকেই বাড়বে বিদ্যুতের দাম। এমতাবস্থায়, আপনিও যদি আদানি ইলেকট্রিসিটির (Adani Electricity) গ্রাহক হন সেক্ষেত্রে আপনার বিদ্যুতের বিল বাড়বে।
শুধু তাই নয়, আদানি ইলেকট্রিসিটির ৩০ লক্ষ গ্রাহক এই কারণে বড় ধাক্কা পেতে চলেছেন। মূলত, ফুয়েল সারচার্জের দাম বৃদ্ধির কারণে বিদ্যুতের দামও বাড়বে। জি বিজনেসের মতে, মহারাষ্ট্র ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশন (MERC) কোম্পানিকে বিদ্যুৎ বিলে ফুয়েল সারচার্জ নেওয়ার অনুমতি দিয়েছে। যার কারণে প্রভাবিত হবেন গ্রাহকেরা। ফুয়েল অ্যাডজাস্টমেন্ট ফি (FAC) পুনরুদ্ধারের জন্য আদানির বিলের এই বৃদ্ধি মে থেকে অগাষ্ট মাস পর্যন্ত অব্যাহত থাকবে। ইতিমধ্যেই এটির অনুমতি দিয়েছে MERC।
গ্রাহকদের দিতে হবে FAC: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ফুয়েল সারচার্জ ৭০ পয়সা থেকে বাড়িয়ে প্রতি ইউনিটে ১ টাকা ৭০ পয়সা করার প্রস্তাব পাঠানো হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করেছেন, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানির দাম সময়ে সময়ে পরিবর্তন হতে থাকে। যার সরাসরি প্রভাব ফুয়েল অ্যাডজাস্টমেন্ট ফিসে পড়ে। এই ফুয়েল অ্যাডজাস্টমেন্ট ফিসের দাম গ্রাহকদের দিতে হবে।
আরও পড়ুন: হার্দিকে অখুশি! IPL-এর মাঝেই T20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল বাছলেন ইরফান, কারা পেল জায়গা?
কেন এই চার্জ ধার্য করা হচ্ছে: গত সোমবার কমিশন এই প্রস্তাব অনুমোদন করে নতুন দর কার্যকর করতে বলেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৪ সালের মে মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত বর্ধিত দামগুলি গ্রাহকদের কাছ থেকে ফুয়েল সারচার্জ হিসাবে নেওয়া হবে। ফুয়েল সারচার্জ বাণিজ্যিক, শিল্প এবং অন্যান্য গ্রাহকদের ওপর তাদের খরচ অনুযায়ী আরোপ করা হবে। এমতাবস্থায়, ফুয়েল অ্যাডজাস্টমেন্ট ফিস হিসেবে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৩১৮ কোটি টাকা আদায় করা হবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ নয়, IPL-এই খেলতে ভালোবাসেন মুস্তাফিজুর! এবার বোমা ফাটালেন তাঁরই সতীর্থ
মে মাস থেকে নতুন বিদ্যুতের হার:
১. ০-১০০ ইউনিট- প্রতি ইউনিটে ৭০ পয়সা
২. ১০১-৩০০ ইউনিট পর্যন্ত- প্রতি ইউনিট ১ টাকা ১০ পয়সা
৩. ৩০১-৫০০ ইউনিট পর্যন্ত- প্রতি ইউনিটে ১ টাকা ৫০ পয়সা
৪. ৫০০ ইউনিটের বেশি- প্রতি ইউনিট ১ টাকা ৭০ পয়সা