সব আশায় জল! কেন DA মামলার রায় এ বছর বেরোল না? কবে বেরোবে? বড় আপডেট সামনে

Published on:

Published on:

dearness allowance(78)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বহু প্রতীক্ষিত মহার্ঘ ভাতা (DA Case) মামলার রায় নিয়ে অপেক্ষা বেড়েই চলেছে রাজ্য সরকারি কর্মীদের। বাড়ছে উদ্বেগ। ডিএ মামলার (Dearness Allowance) রায় কবে বেরোবে? এই একটা প্রশ্নে সরকারি কর্মীদের উৎকণ্ঠা তুঙ্গে। ১৯ ডিসেম্বরের দিকে তাকিয়ে থাকলেও সেই আশায় জল। আপাতত এ বছর আর কোনও সুখবর আসার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

ডিএ মামলা সংক্রান্ত আপডেট (Dearness Allowance)

এই বছর রায় বেরোনোর সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। কারণ, সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি শুরু হয়ে যাচ্ছে। আজ ও আগামীকাল বন্ধ সর্বোচ্চ আদালত। ২২শে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি সুপ্রিম কোর্টের শীতকালীন ছুটি চলবে। এরপর শনি ও রবিবার কাটিয়ে ৫ই জানুয়ারি সুপ্রিম কোর্ট পুনরায় খুলবে। অর্থাৎ ধরেই নেওয়া যাচ্ছে চলতি বছরে আর রায় বেরোবে না।

গত ৮ সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে (Supreme Court)। তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে। ডিসেম্বর মাসও অর্ধেক পেরিয়ে শেষের পথে। বর্তমানে “Heard and Reserved” রয়েছে ডিএ মামলার রায়। সাধারণত রায় রিজার্ভ থাকার এক থেকে দেড় মাসের মধ্যেই রায় প্রকাশের নজির থাকলেও, ডিএ মামলার ক্ষেত্রে তা হল না।

কেন হচ্ছে না রায়দান?

আইনি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণত কোনও মামলার শুনানি শেষ হওয়ার পর রায় ‘রিজার্ভ’ বা সংরক্ষিত রাখা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে সেই মামলার ১ থেকে ২ মাসের মধ্যে রায় দেওয়া হলেও, ডিএ মামলার মতো জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়ে বিচারপতিরা সময় নিয়ে রায় সামনে আনতে চাইছেন।

dearness allowance(70)

আরও পড়ুন: সোয়েটারের বদলে লাগছে ফ্যান! দক্ষিণবঙ্গে শীতের কি হাল? আজকের আবহাওয়ার খবর

আইনজীবীদের একাংশের ধারণা, বিচারপতিরা শীতকালীন ছুটির অবসরে রায় লেখার কাজ সম্পন্ন করতে পারেন। ৫ জানুয়ারি আদালত খুললে যেকোনো দিন ডিএ মামলার ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ডিএ মামলার শুনানি বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে সমাপ্ত হয়েছে। এই বেঞ্চই ডিএ মামলার রায়দান করবে। আপাতত কবে সেই সময় আসবে সেই অপেক্ষায় সকলে।