মাঠজুড়ে টোটো, বঙ্গে মোদী সফরের আগেই গেরুয়া পতাকা তুলে ‘দলবদলের ডাক’ টোটোচালকদের

Published on:

Published on:

BJP Boosts Strength in Dhupguri as 250 Toto Drivers Join Ahead of Polls
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে রাজনৈতিক ছবিটা বদলাতে শুরু করেছে। টোটো রেজিস্ট্রেশন নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ থেকেই এবার বড় সিদ্ধান্ত নিলেন টোটোচালকদের একাংশ। বৃহস্পতিবার ধূপগুড়িতে আয়োজিত সভা থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন প্রায় আড়াইশো টোটোচালক।

টোটোয় গেরুয়া পতাকা, মাঠজুড়ে বিজেপির (BJP) শক্তি প্রদর্শন

মাঠজুড়ে সারি দিয়ে সাজানো প্রায় ২৫০টি টোটো। প্রত্যেকটিতেই উড়ছে বিজেপির (BJP) গেরুয়া পতাকা। টোটোর সামনে বসে রয়েছেন চালকরা, হাতে দলীয় পতাকা। এই ছবিই ধূপগুড়ির মাগুরমারি এলাকায় রাজনৈতিক চর্চার কেন্দ্রে উঠে এসেছে।

বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের যতীনের হাট মাঠে বিজেপির উদ্যোগে ‘পরিবর্তন সভা’ অনুষ্ঠিত হয়। সেই সভাতেই মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত, নাথুয়া ও দুরামারি এলাকার প্রায় আড়াইশো টোটোচালক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন।
রেজিস্ট্রেশন নিয়ে ক্ষোভ, আন্দোলনের পরেও মেলেনি সুরাহা

সরকারি নির্দেশে টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হলেও, সেই সিদ্ধান্ত মানতে নারাজ টোটোচালকদের একাংশ। তাঁদের অভিযোগ, রেজিস্ট্রেশনের নামে টাকা নেওয়া হচ্ছে। এই নিয়ে একাধিকবার বিভিন্ন সরকারি দফতরে ডেপুটেশন ও আন্দোলন করা হলেও কোনও সমাধান মেলেনি। শেষ পর্যন্ত সেই অসন্তোষ থেকেই রাজনৈতিকভাবে বড় সিদ্ধান্ত নেন টোটোচালকরা।

সভা থেকে কড়া বার্তা বিজেপির

সভা থেকে টোটোচালকদের উদ্দেশে বিজেপির (BJP) পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় কোনওভাবেই টাকা দিয়ে টোটো রেজিস্ট্রেশন করা যাবে না। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়, যদি পুলিশ টোটোচালকদের উপর অত্যাচার করে বা টোটো আটক করে থানায় নিয়ে যায়, তাহলে বিজেপির (BJP) পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির (BJP) জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়, জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত, জেলা সাধারণ সম্পাদিকা মিতালী রায়-সহ ধূপগুড়ি ব্লকের একাধিক নেতৃত্ব। তাঁদের হাত থেকেই দলীয় পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগ দেন টোটোচালকরা।

বিজেপির (BJP) জেলা সভাপতি শ্যামল রায় বলেন,
“২০১১ সাল থেকে তৃণমূল সমস্ত সরকারি প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্ত করে দিয়েছে। চাকরি না পেয়ে অনেকেই টোটো চালাচ্ছেন। টোটোকেই পেশা করে রুটিরুজি জোগাড় করছেন। এখন সেই টোটোর উপর রেজিস্ট্রেশনের নামে টাকা নেওয়া হচ্ছে। এই কারণেই টোটোচালকরা বিজেপিতে যোগ দিলেন। এই সরকারের ঢাকি-সহ বিসর্জন হবে।”

BJP Boosts Strength in Dhupguri as 250 Toto Drivers Join Ahead of Polls

আরও পড়ুনঃ ভোটের মুখে নদিয়ায় মোদীর মহাসভা, তাহেরপুর বেছে নেওয়ার নেপথ্যে কোন কারণ?

বিজেপিতে (BJP) যোগ দেওয়া টোটোচালকদের দাবি, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির প্রতিবাদেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। এই যোগদানের ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ির রাজনৈতিক মহলে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে।