ফোনে টিকিট আর চলবে না! জালিয়াতি ঠেকাতে কড়া সিদ্ধান্ত ভারতীয় রেলের

Published on:

Published on:

Indian Railways Tightens Rules to Stop Fake Mobile Tickets
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ডিজিটাল প্রযুক্তির যুগে এখন রেলের টিকিট কাটাও হয়েছে অনেকটাই সহজ। মোবাইল অ্যাপ বা অনলাইন মাধ্যমেই মুহূর্তে টিকিট পাওয়া যায়। কিন্তু এই সুবিধার সুযোগ নিয়েই বাড়ছে ডিজিটাল জালিয়াতি। নকল অ্যাপ, ভুয়ো কিউআর কোড বা এআই প্রযুক্তি ব্যবহার করে এমন টিকিট বানানো হচ্ছে, যা দেখতে একেবারে আসলের মতো। বাইরে থেকে বোঝা কঠিন হওয়ায় বহু সময়ে যাত্রী থেকে টিকিট পরীক্ষক, সবাই বিভ্রান্ত হচ্ছেন। এই ধরনের প্রতারণা রুখতেই এবার কড়া পদক্ষেপ নিল ভারতীয় রেল (Indian Railways)।

কী পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)?

ভারতীয় রেল (Indian Railways) সূত্রে খবর, এবার থেকে শুধুমাত্র মোবাইলে টিকিট দেখালে সেটিকে আর বৈধ বলে ধরা হবে না। আনরিজার্ভড টিকিটে যাত্রীদের নিজেদের সঙ্গে অবশ্যই টিকিটের একটি প্রিন্ট কপি রাখতে হবে। নতুন এই নিয়ম ইতিমধ্যেই চালু করেছে রেল কর্তৃপক্ষ। রেল আধিকারিকদের বক্তব্য, বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার করে নকল টিকিট তৈরির ঘটনা দ্রুত বাড়ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে এমন টিকিট বানানো হচ্ছে, যা দেখতে একেবারে আসল টিকিটের মতো। এতে শুধু রাজস্ব ক্ষতিই নয়, নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

সম্প্রতি জয়পুর রুটে এমনই একটি ঘটনার সামনে আসে। টিকিট চেকিংয়ের সময় কয়েকজন ছাত্র মোবাইলে আনরিজার্ভড টিকিট দেখান। প্রথম নজরে টিকিটগুলি একেবারে আসল বলেই মনে হয়। কিউআর কোড স্ক্যান করলে যাত্রার তথ্য ও ভাড়াও মিলছিল। কিন্তু পরে বিস্তারিতভাবে যাচাই করতেই ধরা পড়ে, সেগুলি এআই দিয়ে তৈরি নকল টিকিট। এই ধরনের প্রতারণা বন্ধ করতে রেল (Indian Railways) সিদ্ধান্ত নিয়েছে যে, UTS অ্যাপ, ATVM বা টিকিট কাউন্টার থেকে কাটা আনরিজার্ভড টিকিট হলে তার একটি প্রিন্ট কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক হবে। তবে এই নিয়ম ই-টিকিট বা MT-CUT টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে স্পষ্ট করেছে রেল।

Indian Railways Tightens Rules to Stop Fake Mobile Tickets

আরও পড়ুনঃ মাঠজুড়ে টোটো, বঙ্গে মোদী সফরের আগেই গেরুয়া পতাকা তুলে ‘দলবদলের ডাক’ টোটোচালকদের

রেল (Indian Railways) সূত্রে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তির যুগে টিকিট ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতেই এই কড়া পদক্ষেপ। যাত্রীদের নতুন নিয়ম মেনে চলার অনুরোধ করা হয়েছে, যাতে যাত্রাপথে কোনও অপ্রয়োজনীয় ঝামেলায় পড়তে না হয়।