অপরাজিত ৭০ রান করেও লাইমলাইটে নেই কোহলি! RCB-কে জিতিয়ে নায়ক হলেন এই প্লেয়ার

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League)-এ বিরাট কোহলি (Virat Kohli) যে দুর্দান্ত ফর্মে রয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। রবিবারের ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে চলা ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছেন কোহলি। কিন্তু, কোহলি রান পেলেও ম্যাচের লাইমলাইট ছিনিয়ে নিয়ে গেলেন অন্য এক প্লেয়ার। মূলত, RCB-র তারকা খেলোয়াড় উইল জ্যাকস ব্যাট হাতে আজকের ম্যাচে যে ভীষণ তাণ্ডব চালালেন তা প্রত্যক্ষ করে তাঁকে ছাড়া অন্য কাউকে ম্যাচের সেরা হিসেবে বেছে নেওয়া আদৌ সম্ভব ছিল না।

আর এইভাবেই রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাটকে হারিয়ে দাপটের সাথে জয়লাভ করে RCB। প্রসঙ্গত উল্লেখ্য যে, গুজরাট টাইটানস ঘরের মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে ২০০ রানের ভালো ইনিংস গড়ে তুলতে সক্ষম হয়। ওই ইনিংসে সাই সুদর্শন এবং শাহরুখ খান হাফ সেঞ্চুরি করেন। এমতাবস্থায়, RCB-র হয়ে ১ টি করে উইকেট পান স্বপ্নিল সিং, মহম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল।

This RCB player beat Gujarat.

এদিকে, পাল্টা ব্যাট করতে নেমে রীতিমতো তান্ডব শুরু করে RCB-র ব্যাটাররা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র ১৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ২০৬ রান তুলে ম্যাচ জিতে যান কোহলিরা। আর এই ইনিংসে যাঁর সবথেকে বেশি কৃতিত্ব রয়েছে তিনি হলেন উইল জ্যাকস। যিনি মাত্র ৪১ বলে শতরান হাসিল করেন। ওই ইনিংসে জ্যাকসের ব্যাট থেকে আসে ৫ টি চার ও ১০ টি ছক্কা।

আরও পড়ুন: এই চার দল খেলবে সেমিফাইনাল! টি20 বিশ্বকাপ শুরুর আগে ভবিষ্যদ্বাণী যুবরাজের

ইতিমধ্যেই জ্যাকসের এই সেঞ্চুরি রেকর্ডের তালিকায় নথিভুক্ত হয়েছে। ২০২৪-এর IPL-এ এটি হল দ্বিতীয় দ্রুততম শতরান। পাশাপাশি, সামগ্রিকভাবে IPL-এর ইতিহাসে এই সেঞ্চুরি পঞ্চম দ্রুততম সেঞ্চুরি হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জ্যাকস ৩১ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। এমতাবস্থায়, হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরির গণ্ডি পৌঁছতে তিনি খেলেছেন মাত্র ১০ টি বল। অর্থাৎ, আজকের ম্যাচে তিনি যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তা সহজেই এর থেকে অনুমান করা যাচ্ছে।

আরও পড়ুন: “সবকিছু বদলে গিয়েছিল”, নিজের ট্যাটুর মধ্যেই “বিশেষ স্মৃতি” লুকিয়ে রেখেছেন রিঙ্কু! অবশেষে আনলেন সামনে

পাশাপাশি, আজকের ম্যাচে হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলিও। মোট ৫ টি চার ও ২ টি ছক্কার সাহায্যে মাত্র ৩২ বলে তিনি ৫০ রানের গণ্ডি পেরিয়ে যান। এছাড়াও, শেষ পর্যন্ত ৪৪ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন তিনি। এদিকে, ১২ বলে ২৪ রান করে আউট হয়ে যান ফ্যাফ ডু’প্লেসি। প্রসঙ্গত উল্লেখ্য যে, গুজরাটের হয়ে একমাত্র উইকেটটি পান সাই কিশোর।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর