বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে পাকিস্তানের (Pakistan) অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। শুধু তাই নয়, পড়শি দেশে চরমে পৌঁছেছে মুদ্রাস্ফীতির (Inflation) হার। এর পাশাপাশি রয়েছে ঋণের বিপুল বোঝাও। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হয়েছেন দেশের মানুষ। ঠিক এই আবহেই একটি বড় আপডেট সামনে এসেছে।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF-এর প্রধান ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে দেখা করেছেন। এমতাবস্থায়, প্রাক প্রধানমন্ত্রী ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে তার দেশের নগদ অর্থ সঙ্কটে থাকা অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনতে একটি নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন।
কি চাইছে পাকিস্তান: রিয়াধে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈঠকের অবসরে শরীফ ৩ বিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত ব্যবস্থা (SBA) হাসিল করার ক্ষেত্রে পাকিস্তানকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ম্যানেজিং ডিরেক্টর জর্জিভাকে ধন্যবাদ জানান। উল্লেখ্য যে, গত বছরের জুনে পাকিস্তান ৩ বিলিয়ন মার্কিন ডলারের IMF প্রোগ্রাম পেয়েছে। এই মাসে বিদ্যমান SBA মেয়াদ শেষ হওয়ার পর পাকিস্তান একটি নতুন দীর্ঘমেয়াদী এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (EFF) চাইছে।
আরও পড়ুন: বাদ পড়লেন একাধিক অভিজ্ঞ প্লেয়ার! ১৫ সদস্যের দল ঘোষণা করে চমকে দিল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি বিবৃতি: এদিকে, ইতিমধ্যেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা একটি বিবৃতি অনুসারে জানা গিয়েছে, “দুই পক্ষই পাকিস্তানের জন্য আরেকটি IMF প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছে। যাতে গত বছর থেকে অর্জিত লাভ একত্র হয় এবং অর্থনৈতিক বৃদ্ধি ইতিবাচক থাকে।” শরীফ পাকিস্তানের অর্থনীতিকে ফিরিয়ে আনতে তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
আরও পড়ুন: ৯ বছর পর সুযোগ, এই বিধ্বংসী প্লেয়ার যোগ দিতে পারেন টিম ইন্ডিয়ায়! নয়া ভাবনা BCCI-র
পাশাপাশি, পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন, ইসলামাবাদ জুলাইয়ের প্রথম দিকে নতুন কর্মসূচিতে কর্মী-স্তরের চুক্তি অর্জন করতে পারে। এমতাবস্থায়, পাকিস্তান যদি এই সাহায্য পায় তবে এটি হবে IMF থেকে তার ২৪ তম সাহায্য।