বাংলা হান্ট ডেস্ক: ক্রমশ এগিয়ে আসছে T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। এমতাবস্থায়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (Board of Control for Cricket in India) T20 বিশ্বকাপ ২০২৪-এর জন্য স্কোয়াড ঘোষণা করবে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে এই বিশ্বকাপ খেলবে টিম ইন্ডিয়া (India National Cricket Team)। এবার সম্পূর্ণ নতুন জায়গায় অনুষ্ঠিত হতে যাচ্ছে T20 বিশ্বকাপ। তাই, অভিজ্ঞ খেলোয়াড়দের অগ্রাধিকার দিতে পারে BCCI। টিম ইন্ডিয়া বেশিরভাগ ম্যাচ খেলবে আমেরিকায়। পাশাপাশি, টিম ইন্ডিয়া উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন এবং ঋষভ পন্থকে সুযোগ দিতে পারে।
এদিকে, টিম ইন্ডিয়া সুযোগ দিতে পারে যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলিকেও। কোহলি ফর্মে আছেন এবং দলের একজন অভিজ্ঞ খেলোয়াড়। পাশাপাশি, যশস্বী একাধিক ম্যাচে ভালো পারফর্ম করেছেন। ২০২৪ সালের IPL-এ তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন। এদিকে, যশস্বী দলে জায়গা পেলে রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন। পাশাপাশি, বিরাট তিন নম্বরে ব্যাট করার সুযোগ পেতে পারেন।
স্যামসনের পাশাপাশি পন্থও রয়েছেন তালিকায়: বর্তমানে ফর্মে আছেন উইকেটরক্ষক ব্যাটার স্যামসন। IPL-এও দারুণ পারফর্ম করছেন তিনি। স্যামসন সম্প্রতি লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে অপরাজিত ৭১ রান করেছিলেন। গুজরাট টাইটান্সের বিপক্ষে তিনি অপরাজিত ৬৮ রান করেন। স্যামসনের পাশাপাশি ঋষভ পন্থও রয়েছেন ফর্মে। IPL-এর এই মরশুমে ১০ ম্যাচে ৩৭১ রান করেছেন পন্থ। তিনি একটি ম্যাচে অপরাজিত ৮৮ রান করেন। পাশাপাশি, ৩ টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।
আরও পড়ুন: কাঙাল পাকিস্তান ফের বাড়াল ভিক্ষার হাত! প্রধানমন্ত্রী শরীফ IMF-এর কাছে জানালেন নতুন দাবি
বোলিং আক্রমণে জায়গা পেতে পারেন অর্শদীপ: বিধ্বংসী বোলার অর্শদীপ সিং ইতিমধ্যেই তাঁর দক্ষতা দেখিয়েছেন। টিম ইন্ডিয়া তাঁকেও সুযোগ দিতে পারে। পাশাপাশি, আবেশ খান বা মহাম্মদ সিরাজও জায়গা পেতে পারেন। ফর্মে আছেন স্পিনার বোলার যুজবেন্দ্র চাহাল। কিন্তু দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন তিনি। তবে তাঁর ফর্মের কারণে তিনি সুযোগ পেতে পারেন। এছাড়াও, টিম ইন্ডিয়া কুলদীপের ওপর নজর রাখবে।
আরও পড়ুন: বাদ পড়লেন একাধিক অভিজ্ঞ প্লেয়ার! ১৫ সদস্যের দল ঘোষণা করে চমকে দিল বাংলাদেশ
T20 বিশ্বকাপের জন্য ভারতের সম্ভাব্য দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবিন কুমার, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ/আবেশ খান
অন্যান্য খেলোয়াড়: কেএল রাহুল, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, সন্দীপ শর্মা।