বাংলা হান্ট ডেস্কঃ কমার নামই নিচ্ছে না সোনা। দিন দিন দাম বেড়েই চলছে। বছর শেষে রীতিমতো নয়া রেকর্ড সোনার দামে। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। চলতি বছরের শুরু থেকেই লাফিয়ে বাড়ছে সোনার দাম। এদিনও সেই একই ট্রেন্ড।
বছর শেষেও উর্দ্ধমুখী সোনার দাম। অর্থাৎ মধ্যবিত্তের জন্য স্বস্তি এল না। আজ ২৬ ডিসেম্বর, ২০২৫ কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? এক গ্রাম কিনতে কত খরচ পড়বে?
এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)
শুক্রবার ফের বাড়ল সোনার দাম। এদিন ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১৩০৯৫ টাকা। একদিনে দাম বেড়েছে ৪৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৩০৯৫০ টাকায় পৌঁছেছে। দাম বেড়েছে ৪৫০ টাকা। ২২ ক্যারাট সোনার ক্ষেত্রে ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১৩০৯৫০০ টাকা।
২৪ ক্যারাট সোনাও উর্দ্ধমুখী। এদিন ১ গ্রাম সোনার দাম হয়েছে ১৩৭৮০ টাকা। গতকালের তুলনায় ৫০ টাকা দাম বেড়েছে। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৩৭৮০০ টাকা। রাতারাতি দাম বেড়েছে ৫০০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ১৩৭৮০০ টাকা।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।
চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই। আসছে বছর সোনার রেকর্ড দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে সোনার দাম আরও ৫% – ১৬% বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: ‘আমরা বিস্মিত’, DA মামলার রায়দান কবে? মুখ খুললেন সরকারি কর্মচারী সংগঠনের নেতা
রুপোর দাম
রুপোর দাম নয়া রেকর্ড ছুঁয়ে ফেলল। রুপোলি ধাতুর দাম যা হারে বাড়ছে তা রীতিমতো ভয় ধরাচ্ছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২২১৫০ টাকা। একদিনে ১০২৫ টাকা বেড়েছে দাম। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২২১৫০০ টাকা। রাতারাতি দাম ১০২৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।












