বাংলাহান্ট ডেস্ক : গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে এসআইআর (SIR) এর শুনানি। তথ্যে গরমিল থাকলে বা কোনও রকম সন্দেহ থাকলেই ডেকে পাঠানো হচ্ছে শুনানির জন্য। নদিয়া জেলার ১৭ টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে এসআইআর এর শুনানি। প্রথম দিনেই শুনানির জন্য ডাক পড়েছিল প্রায় সাড়ে তিন হাজার ভোটারের। আগামী ৭ ই ফেব্রুয়ারি পর্যন্ত নদিয়ায় শুনানি চলবে বলে জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে।
নদিয়া জেলায় এসআইআর (SIR) এর শুনানি
মনে করা হচ্ছে, এই সময়ের মধ্যে প্রতিদিন সর্বাধিক ২৮ হাজারেরও বেশি মানুষের শুনানি হতে পারে। নদিয়া জেলার বিভিন্ন বিডিও অফিস, মহকুমা শাসকের দফতরের পাশাপাশি বিভিন্ন সরকারি অফিসগুলিতে হবে শুনানি। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, এমন ‘নো ম্যাপিং’ ভোটারের সংখ্যা এই জেলায় প্রায় ২ লক্ষ ৮১ হাজার।

কতজন নো ম্যাপিং ভোটার রয়েছে: এর মধ্যে আবার উত্তর সাংগঠনিক জেলায় এই নো ম্যাপিং ভোটারের সংখ্যা ৫২ হাজারের বেশি। আর দক্ষিণ সাংগঠনিক জেলায় প্রায় ২ লক্ষ ৩০ হাজার ভোটারের নাম রয়েছে। দক্ষিণ সাংগঠনিক জেলা তথা রানাঘাট লোকসভা কেন্দ্র মূলত মতুয়া অধ্যুষিত এলাকা। আর কৃষ্ণনগর উত্তর লোকসভা কেন্দ্র মূলত মুসলিম অধ্যুষিত এলাকা বলেই পরিচিত।
আরও পড়ুন : দুই পুত্র সহ মা বোনকেও শুনানিতে সমন, হেনস্থার অভিযোগ আনলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার
ইআরও এবং এইআরও নিয়োগ: জেলা প্রশাসন সূত্রে খবর, নো ম্যাপিং হিসেবে চিহ্নিত ভোটারদের প্রায় ৫০ শতাংশের কাছেই ইতিমধ্যে পৌঁছে গিয়েছে শুনানির নোটিশ (SIR)। যেমনটা জানা যাচ্ছে, প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একজন করে ইআরও এবং ১০ জন করে এইআরও শুনানি পরিচালনা করবেন। গোটা নদিয়া জেলায় মোট ১৭ জন ইআরও এবং ১৭৫ জন এইআরও নিয়োগ করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন : ‘বিজেপি থেকে তৃণমূলে তো যায়নি’, পার্নোকে নিয়ে বিষ্ফোরক রুদ্রনীল
জানা গিয়েছে, প্রত্যেক আধিকারিক দিনে সর্বাধিক ১৫০ জনের শুনানি নিতে পারবেন। সেই হিসেবেই একদিনে ২৮ হাজারেরও বেশি শুনানি সম্ভব হচ্ছে বলে দাবি করা হয়েছে। শুনানির স্বচ্ছতা বজায় রাখতে প্রত্যেক বিধানসভায় ১৫ জন করে মাইক্রো অবজারভার থাকবেন বলে খবর।












