রিটায়ারমেন্টের পর নিয়মিত ইনকাম চান? পোস্ট অফিসের এই স্কিমে মিলবে  ২০,৫০০ টাকা

Published on:

Published on:

Post Office a secure income after retirement earn 20,500 per month
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে পোস্ট অফিসে (Post Office) বিভিন্ন ধরনের স্কিম চালু হয়েছে। যেখানে আপনি টাকা রেখে ভালো পরিমান সুদের মাধ্যমে টাকা অর্জন করতে পারবেন। তাছাড়াও টাকা মানুষের জীবনে একটি বড় অংশ। যেকোন বিপদ-আপদে টাকার সম্বল থাকলে মাথার থেকে চিন্তা অনেকটাই কমে যায়। যার কারণবশত মানুষ টাকা এমন জায়গা ইনভেস্ট করতে চান যেখান থেকে তিনি ভালো পরিমাণে রিফান্ড পাবেন।তাছাড়াও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগিয়ে আসে অবসরের সময়। সেই সময় প্রয়োজন হয় আর্থিক নিরাপত্তার। এবার পেনশন নিয়ে অনিশ্চয়তা বাজারে ওঠানামা চলতেই থাকে।। তবে সব মিলিয়ে কাজের জীবন শেষের পর আপনি যদি ভবিষ্যৎ নিয়ে সুরক্ষিত থাকতে চান তাহলে পোস্ট অফিস দীর্ঘদিন ধরে প্রবীণ নাগরিকদের জন্য একটি বিশেষ সঞ্চয় প্রকল্প চালু রেখেছে। যেখানে সর্বশেষ সংস্করণটি অবসরের পর নির্ভরযোগ্য মাসিক আয়ের প্রতিশ্রুতি দিচ্ছে। যা আপনার অবসরের পর উদ্বেগ অনেকটাই কমাতে পারবে।

রিটায়ারমেন্টের পর নিশ্চিন্ত আয়, পোস্ট অফিস স্কিমে মাসে ২০,৫০০ টাকা (Post Office)

বর্তমান দিনে মানুষ বিনিয়োগের দিকে বেশি ঝুঁকছেন যেখানেই তাদের টাকা জমানোয় ভালো সুদ পাওয়া যাবে। তাছাড়া আজ কালকের দিনে অনলাইনে জালিয়াতি ও প্রতারণার ঘটনায় বহু মানুষ ইন্টারনেটের মাধ্যমে টাকা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন। তাই টাকা বিনিয়োগের ক্ষেত্রে উপযুক্ত জায়গা হয়ে উঠছে পোস্ট অফিস (Post Office)।

Post Office a secure income after retirement earn 20,500 per month

আরও পড়ুন: উৎসব ও ভ্রমণ মরশুমে স্বস্তি, ভিড় সামাল দিতে ১৬টি স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়াল রেল

সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম ২০২৫ বর্তমানে বিশেষভাবে আকর্ষণীয় একটি বিকল্প হিসাবে উঠে এসেছে। যেখানে ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য তৈরি এই প্রকল্পটি অবসরপ্রাপ্তদের নির্দিষ্ট মাসিক আয় এর ওপর নিশ্চিত করে যেখানে সম্ভাব্য রিটার্ন মাসে সর্বোচ্চ প্রায় ২০৫০০ টাকা পর্যন্ত হতে পারে। একই সঙ্গে ৫৫-৬০ বছর বয়সের মধ্যে যারা সম্প্রতি অবসর নিয়েছেন, তাদের ক্ষেত্রে এই প্রকল্পের যোগ্যতা প্রযোজ্য রয়েছে।

এছাড়াও বর্তমান শর্ত অনুযায়ী, সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম বার্ষিক সুদের হার ৮.২%। এবার ধরুন, যদি ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়, তাহলে বছরে প্রায় ২.৪৬ লক্ষ টাকা সুদ পাওয়া যায়। সেখানে ১২ মাসে ভাগ করলে এর অর্থ দাঁড়ায় প্রতি মাসে আনুমানিক ২০,৫০০ টাকা‌। যা কার্যত সরকারের সমর্থিত একটি পেনশনের মতো কাজ করে।

এছাড়াও এই স্ক্রিনের আগে প্রতি বিনিয়োগকারির জন্য সর্বোচ্চ জমানোর সময় ছিল ১৫ লক্ষ টাকা। তবে তার বাড়ি এখন করা হয়েছে ৩০ লক্ষ টাকা। এর ফলে প্রবীণরা অনুপাতে বেশি রিটার্ন পাওয়ার সুযোগ পাচ্ছেন। তাছাড়া যে কোন পোস্ট অফিস অথবা অনুমোদিত ব্যাংকে আধার কার্ড ও প্যান কার্ড সহ প্রয়োজনীয় পরিচয় পত্র জমা দিয়ে এই অ্যাকাউন্টটি আপনি খুলতে পারবেন। তবে এখানে মূলধন করমুক্ত। কিন্তু প্রাপ্ত সুদের ওপর প্রযোজ্য হয় কর। পাশাপাশি ৮০ বছরের ঊর্ধ্বে বিনিয়োগকারীদের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কার্যকর রয়েছে। তবে এখন এই স্কিমে বিনিয়োগের কথা যারা ভাবছেন, তারা তাদের নিকটবর্তী পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাংক এ গিয়ে এই প্রক্রিয়ার শুরু করার পরামর্শ দেওয়া হচ্ছে (Post Office)।